
পুজোর আনন্দ দ্বিগুন করতে টিভিনাইন বাংলা ও পালস ক্যান্ডি অভিনব উদ্যোগ নিয়েছে।

পুজোয় পালস ক্যাম্পেন চলছে রাজ্যজুড়ে। সুসজ্জিত একটি ট্যাবলো ঘুরছে শহরে শহরে।

বিভিন্ন জেলার মোট ২২টি শহরে ঘুরছে এই পুজোয় পালস ট্যাবলো। সহজ প্রশ্নের জবাব দিতে পারলেই উপহার।

বোলপুর শহরে ট্যাবলোটি ঢুকতেই উপচে পড়ে মানুষের ভিড়। জামবুনি বাসস্ট্যান্ডে ট্যাবলো যেতেই বিভিন্ন বয়সিরা ভিড় জমান।

অনেকেই পালস ক্যান্ডির নতুন স্বাদ উপভোগ করেছেন এই ট্যাবলো থেকে।

সঙ্গে ট্যাবলোতে আছে কিউআর কোড। সেই কোডে স্ক্যান করে নাম, ঠিকানা লিখে দিতে হবে। থাকছে ব্র্যান্ড নিউ গাড়ি জেতার সুযোগ। প্রথম পুরস্কার চার চাকার গাড়ি, দ্বিতীয় পুরস্কার বাইক, তৃতীয় পুরস্কার স্কুটি।