এইমুহূর্তে লিওনেল মেসি বোধহয় বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। বাইশ ফুরনোর আগেই কেরিয়ারের সবচেয়ে বড় উপহার পেয়ে গিয়েছেন। বিশ্বকাপ জয়ের আবহে এসে পড়েছে ক্রিসমাস। ২০২২ সালের ক্রিসমাসটা পরিবারের সঙ্গে চুটিয়ে উপভোগ করছেন তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)
হাতে ওয়াইনের গ্লাস ও গায়ে লাল রঙা বডি হাগিং ড্রেস ছিল মেসি-পত্নী আন্তোনেলা রোকুজ্জোর। স্ত্রী কোমর দোলানোর ভিডিয়ো ইনস্টাগ্রামে স্টোরিতে দিলেন মেসি! বোঝাই যাচ্ছে, আর্জেন্টিনার বিখ্যাত মেসি দম্পতি এখন রোম্যান্সে ব্যস্ত। (ছবি:ইনস্টাগ্রাম)
ক্রিসমাসের আনন্দে মাতোয়ারা অ্যাঞ্জেল ডি মারিয়ার পরিবারও। বিশ্বকাপ ফাইনালের গোলদাতার ফুটবলের বাইরের জগত বলতে স্ত্রী ও দুই কন্যা। ডি মারিয়ার বাড়ির ক্রিসমাস ডেকোরেশনে ঠাঁই পেল বিশ্বকাপের মস্ত বড় এক রেপ্লিকা।(ছবি:ইনস্টাগ্রাম)
বিশ্বকাপ ফাইনাল থেকে এখনও পর্যন্ত সমালোচনার ঝড় বয়েছে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে। সেসবে খুব একটা পাত্তা দিচ্ছেন না এমি। বরং পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে উৎসব চুটিয়ে উপভোগ তাঁর। (ছবি:ইনস্টাগ্রাম)
চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিলেন। অবশেষে হাসিমুখে দেখা গেল লুইস সুয়ারেজকে। উরুগুইয়ান তারকা দিন কয়েক আগেই মেসির বাড়ি গিয়েছিলেন। তবে ক্রিসমাসটা পরিবারের সঙ্গেই কাটালেন। সুন্দর করে সাজানো ক্রিসমাস ট্রি, তার সামনেই ফটাফট উঠল ছবি। (ছবি:ইনস্টাগ্রাম)
স্ত্রী অ্যানা ও দুই ছেলে মেয়েকে নিয়ে বার্সেলোনার বাড়িতে ক্রিসমাস উদযাপন রবার্ট লেওয়ানডস্কির। পারিবারিক মুহূর্তের কয়েকটি মিষ্টি ছবি পোস্ট করে অনুরাগীদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন পোলিশ তারকা। (ছবি:ইনস্টাগ্রাম)
পরিবারের সঙ্গে উৎসব পালন। দুই ছেলেমেয়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত লেওয়ানডস্কি। (ছবি:ইনস্টাগ্রাম)