Bangla NewsPhoto gallery Qatar World Cup 2022 Portugal vs Uruguay stopped as fan invades with rainbow flag
FIFA World Cup 2022: রোনাল্ডো-সুয়ারেজদের ম্যাচে বিঘ্ন ঘটাতে রংধনু পতাকা হাতে মাঠে ঢুকে পড়লেন এক দর্শক
লুসেইল স্টেডিয়ামে ২৯ নভেম্বর গ্রুপ-এইচের ম্যাচে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও উরুগুয়ে। সেই ম্যাচে ২-০ ব্যবধানে জিতে নক আউট নিশ্চিত করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। তবে এই ম্যাচ চলাকালীন মাঠে এক দর্শক ঢুকে পড়ায় কয়েক মিনিটের জন্য খেলা বন্ধ ছিল। মাঠে ঢুকে কী করেছেন ওই দর্শক?