
কাতার বিশ্বকাপে (Qatar World Cup) একাধিক স্টেডিয়াম সাক্ষী থেকেছে ক্রোয়েশিয়ান সুন্দরী ইভানা নলের (Ivana Knoll) সৌন্দর্যের। বিশ্বকাপের দৌলতেই বিশ্বের চারিদিকে ছড়িয়ে পড়েছেন ইভানা। (Pic Courtesy - Ivana Knoll Instagram)

কাতার টু কলকাতা... ইভানাকে কম বেশি এখন সকলেই চেনেন। ক্রোট সুন্দরী মডেল রূপের মাধুরী দিয়ে সমর্থকদের মন জয় করে নিয়েছেন। (Pic Courtesy - Ivana Knoll Instagram)

এ বার ক্রোয়েশিয়ান সুপার মডেল ইভানা ইন্সটাগ্রামে তাঁর মলদ্বীপ ভ্রমণের ডায়েরি থেকে কিছু ছবি তুলে ধরেছেন। (Pic Courtesy - Ivana Knoll Instagram)

মলদ্বীপের নীল জলে কার্যত জলপরী মনে হয়েছে ইভানাকে। মলদ্বীপ থেকে নিজের ছবি শেয়ার করে ইভানা রীতিমতো ঢেউ তুলে দিয়েছেন তাঁর সমর্থকদের মনে। (Pic Courtesy - Ivana Knoll Instagram)

মলদ্বীপের বিলাসবহুল রিসর্ট থেকে সুন্দরী কালো সুইমস্যুট পরে ছবি দিয়েছেন। যে ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যায় চারিদিকে জল ও সূর্যের কমলা আভা। (Pic Courtesy - Ivana Knoll Instagram)

প্রসঙ্গত, দিন কয়েক আগে ইভানা জানিয়েছিলেন, কাতার বিশ্বকাপ চলাকালীন একাধিক ফুটবলারদের থেকে বিশেষ বার্তা পেয়েছিলেন ইভানা। ২৬ বছরের ইভানার কাতার বিশ্বকাপের সময় হু হু করে বেড়েছিল ইন্সটাগ্রাম ফলোয়ার্স সংখ্যাও। বর্তমানে ইভানার ইন্সটাগ্রাম ফলোয়ার্স ৩.৬ মিলিয়ন। (Pic Courtesy - Ivana Knoll Instagram)

মলদ্বীপের ওয়াটার ভিলাগুলিতে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। এখানকার রিসর্টগুলিতে থাকতে অনেকটাই গ্যাঁটের কড়ি খসাতে হয়। তার মধ্যেও বাজেট ফ্রেন্ডলি রিসর্টও পাওয়া যায়। যে কারণ, বছর ভর যেন গম গম করে মলদ্বীপ। (Pic Courtesy - Kuramathi Island Twitter)

ভারত মহাসাগরে অবস্থিত মলদ্বীপ সৌন্দর্যের জন্য যেমন আকর্ষণীয়। তেমনই সেখান কার ওয়াটার ভিলাগুলির জন্যও বিখ্যাত। মলদ্বীপে যাওয়া ভ্রমণার্থীরা সেখান কার ওয়াটার ভিলাগুলিতে থাকেনই। (Pic Courtesy - Kuramathi Island Twitter)