Bangla News Photo gallery R Sridhar says that Ravi Shastri advised Virat Kohli to wait for MS Dhoni to hand him India white ball captaincy
Dhoni-Virat: ভারতীয় ক্রিকেটে ‘গেম অব থ্রোনস’, নেতৃত্বের লোভে বিষিয়েছিল সম্পর্ক!
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 13, 2023 | 6:41 PM
Virat Kohli-MS Dhoni: ভারতের দুই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির সু-সম্পর্কের কথা সকলেরই জানা। বিরাটের চোখে মাহি বরাবর তাঁর বড় ভাই, মেন্টরের মতো। অন্যদিকে ক্যাপ্টেন কুলের মুখেও বিরাটের সুনামই শোনা গিয়েছে। একটা সময় মাহির থেকে নাকি সাদা বলের ক্যাপ্টেন্সি কেড়ে নিতে চেয়েছিলেন বিরাট। কী অবাক হচ্ছেন? ছবিতে জেনে নিন বাকিটা...
1 / 8
মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ২০১৪ সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় অস্ট্রেলিয়া সফরে ব্যস্ত ছিল ভারত। ওই সফরের মাঝপথেই মাহির থেকে টেস্ট ক্যাপ্টেন্সির ব্যাটন গিয়েছিল বিরাট কোহলির (Virat Kohli) হাতে। (ছবি-টুইটার)
2 / 8
টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সি ছাড়লেও, টি-২০ ও ওডিআই ফরম্যাটে মহেন্দ্র সিং ধোনিই ছিলেন অধিনায়ক। আর সাদা বলের ফরম্যাটে মাহির ডেপুটি ছিলেন কোহলি। (ছবি-টুইটার)
3 / 8
বিরাটের হাতে ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেওয়ার আগে ২০০৭-২০১৭ সাল পর্যন্ত প্রায় এক দশক ধরে সাদা বলের ফরম্যাটে নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। ক্যাপ্টেন কুল সীমিত ওভারের ক্যাপ্টেন্সি ছাড়ার বছর খানেক আগে থেকেই ক্রিকেটের তিন ফরম্যাটেই সর্বময় নেতা হওয়ার জন্য নাকি মরিয়া ছিলেন বিরাট। (ছবি-টুইটার)
4 / 8
বিরাটের এমন ইচ্ছের কথা জানার পর তৎকালীন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী কড়া ধমক দিয়েছিলেন বিরাট কোহলিকে। (ছবি-টুইটার)
5 / 8
হেড স্যার শাস্ত্রী ফোন করে ছাত্র বিরাটকে বলেছিলেন, "দেখো বিরাট, এমএস তোমাকে লাল বলের ফরম্যাটে নেতৃত্ব ছেড়ে দিয়েছে। ওকে তোমার সম্মান করা উচিত। যখন সময় আসবে, সীমিত ওভারের ফরম্যাটেও ক্যাপ্টেন্সি ছেড়ে দেবে তোমাকে। হয় তুমি এখন ওকে সম্মান করো, নয়তো ভবিষ্যতে তুমি যখন ক্যাপ্টেন হবে তোমাকেও দলের কেউ সম্মান দেবে না। যাই ঘটুক, মানুষটাকে অসম্মান করো না। নেতৃত্ব নিজের থেকেই তোমার কাছে আসবে। তোমাকে এর পিছনে দৌড়তে হবে না।" (ছবি-টুইটার)
6 / 8
ওই সময় রবি শাস্ত্রী কড়া কথা শোনার পর বিরাট আর এমন ইচ্ছে প্রকাশ করার কথা ভাবেননি। (ছবি-টুইটার)
7 / 8
জাতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর সম্প্রতি তাঁর 'Coaching Beyond- My days with the Indian cricket team' নামক নিজের বইতে পুরো ঘটনার আসল বর্ণনা দিয়েছেন। অধিনায়কের ব্যাটন নিয়ে সেই সময় বিরাট ও তখনকার ভারতীয় কোচ রবি শাস্ত্রীর ফোনে কথোপকথনের পুরোটাই তিনি তুলে ধরেছেন এই বইতে। (ছবি-টুইটার)
8 / 8
উল্লেখ্য, ২০১৭ সালে ক্রিকেটের তিন ফরম্যাটেই অধিনায়ক হন বিরাট কোহলি। ২০২১ সালে টি-২০ ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট নিজে। এর পর ২০২২ সালে বিতর্কিতভাবে ওডিআই নেতৃত্ব হাতছাড়া হয় কোহলির। তার পর ২০২২ সালের শুরুতেই টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিও ছেড়ে দেন বিরাট কোহলি। (ছবি-টুইটার)