TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Aug 05, 2021 | 7:40 AM
রাফিয়াত রশিদ মিথিলা ভারতের প্রথম ছবিতে অভিনয় করলেন। রাজর্ষি দে পরিচালিত 'মায়া'।
মিথিলার সঙ্গে প্রথম কাজ। অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে TV9 বাংলাকে রাজর্ষি বলেন, “শি ইজ প্লেয়িং মায়া ইন মায়া। অসাধারণ ও। ওর ডেডিকেশন শেখার মতো। পুরো স্ক্রিপ্টটা মুখস্থ। আমি এমন দেখিনি। আমরা খুব বন্ধু হয়ে গিয়েছি।”
এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন দেবদাস বন্দ্যোপাধ্যায়। বহু কারণে এই ছবি স্পেশ্যাল বলে দাবি করলেন পরিচালক।
অফস্ক্রিনের দুই বন্ধু গৌরব এবং অনিন্দ্যকে অনস্ক্রিন দেখা যাবে ভিন্ন লুকে।
তনুশ্রী চক্রবর্তী রয়েছেন লেডি ম্যাকবেথের চরিত্রে।
সুদীপ্তা চক্রবর্তী এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।
গৌরব চক্রবর্তী এ ছবির ম্যাকবেথ। রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও।
এই গল্পটাকে কেন্দ্র করে অনেকগুলো মুখ্য চরিত্র আছে। প্রধান চরিত্র দরবার। যেটা কমলেশ্বর মুখোপাধ্যায় করছেন। নেগেটিভ চরিত্র। তিনিই প্রধান অ্যান্টাগনিস্ট।
প্রথমবার সমকামী চরিত্রে দেখা যাবে দেবলীনা কুমারকে। রয়েছেন রাতাশ্রীও।
সুদীপ্তা বন্দ্য়োপাধ্যায়ের চরিত্রের নাম মাহি। যিনি পেশায় বার ডান্সার। হিরোইন করা হবে বলে তুলে এনে দরবারের কাছে তাঁকে বিক্রি করে দেওয়া হয়। রয়েছেন রনিতা দাশও।
সাংসদের চরিত্রে রিচা শর্মা। রয়েছেন সায়ন্তনী গুহঠাকুরতাও।