TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Sep 11, 2021 | 8:51 PM
চার বছর পড়ল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গণেশ পুজো।
ধুমধাম করে আয়োজন করেছিলেন অভিনেত্রী, পছন্দ মতো সাজিয়েছিলেন গোটা বাড়ি।
নিজেও সেজেছিলেন একেবারে সাবেকি সাজে। পরেছিলেন লাল পাড় সাদা শাড়ি।
সঙ্গে ছিল লাল টিপ, লাল লিপস্টিক। চুল ছিল খোলা, গয়নাও ছিল বেশ ছিমছাম।
হাজির ছিলেন ইণ্ডাস্ট্রির বেশ কিছু চেনা মুখ, সেই সব ছবি রচনা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
লিখেছেন, "চার বছরে পা দিল, সারাজীবন এই পুজো চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। গণেশজি সবাইকে সুস্থ রাখুন।"