বয়স যে তার পঞ্চাশ ছুঁই ছুঁই তা কে বলবে! এখনও তিনি ২০-তেই আটকে। ২০ বচর আগে যা ছিলেন এখনও তাই। শরীরে বাড়তি মেদের চিহ্নটুকুও নেই। এদিকে উপচে পড়ছে তাঁর রূপের বাহার। তিনি বাংলার দিদি নং ১ রচনা বন্দ্যোপাধ্যায়। মহিলা মহলে তিনি শুধুই দিদি। সব বয়সের সব মানুষের সঙ্গে সমান ভাবে মিশে যেতে পারেন তিনি।
বেশ কিছুদিন আগেই নিজের বুটিক শুরু করেছেন রচনা। নাম রচনাস ক্রিয়েশন ( Rachana's Creation)। সামনেই পুজো। আর তাই দারুণ শাড়ির কালেকশন নিয়ে এসেছেন রচনা।
সবুজ একটি জামদানিতে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন রচনা। এই শাড়িটি বানিয়েছেন বাংলাদেশের নারায়ণগঞ্জের তাঁতিরা। ছবিতে রচনা লিখেছেন শাড়িটি ঢাকাই মসলিন। সিলভার আর গোল্ডেন সুতোয় ট্যাপস্ট্রি ওয়ার্ক রয়েছে শাড়ি জুড়ে। পুজোর দিনে এমন শাড়িতে যে কোনও কাউকেই কিন্তু ভাল লাগে।
বিশেষত ষষ্ঠীর বোধন বা সপ্তমীর অঞ্জলিতে এই শাড়ি দুটোই বেশ ভাল লাগে। অনেকেই তাই দাম জানতে চেয়েছেন তাঁর কাছে।
তবে কমেন্ট সেকশনে বেশ কিছু বিতর্কও তৈরি হয়েছে। অনেকেই বলেছেন শাড়িটি মোটেই জামদানি নয়। মসলিন তো দূরের কথা। নারায়ণগঞ্জের অনেকে আবার লিখেছেন, এই শাড়িটি মোটেই তাঁদের অঞ্চলে তৈরি করা হয় না। দয়া করে কোনও তত্য দেওয়ার আগে রচনা যেন যাচাই করে নেন।
এই সবুজ শাড়িতে খুব সুন্দর করে পোজ দিয়েছেন রচনা। সেই সঙ্গে শাড়িটির দামও জানিয়েছেন। মাত্র ৫,৮০০ টাকা। এছাড়াও রচনার বুটিকে রয়েছে আরও নানা সম্ভার। দিদির মতো সাজতে গেলে আপনাকে অবশ্যই একবার ঢুঁ মেরে আসতে হবে তাঁর বুটিক থেকে।