
রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে পুজো মানে কোথাও ছোটবেলায় ফিরে যাওয়া। প্রতিটি পুজো তাঁর কাছে ছোটবেলার গন্ধ, স্মৃতি নিয়ে আসে।

নতুন জামার গন্ধ এখনও রচনাকে পুরনো দিনে ফিরিয়ে দেয়। পুজোর দিনে নতুন জামা আজও তাঁর কাছে আলাদা বিষয়। এ পুজোও তার ব্যতিক্রম নয়।

দুর্গাপুজো বন্ধুদের ছাড়া ভাবতে পারেন না রচনা। সারা বছর তাঁকে ঘিরে থাকেন যে সব বন্ধুরা, তাঁরা তো থাকেনই পুজোর সময়। যে সব বন্ধুদের সঙ্গে বছরভর দেখা হয় না, তাঁদের সঙ্গেও এই পুজোর সময় দেখা হয়ে যায় রচনার।

পেটপুজো ছাড়া তো দুর্গাপুজো কমপ্লিট হয় না। ভোগ খেয়ে আনন্দ করেন অভিনেত্রী। আর পুজোর কয়েকটা দিন ডায়েটের কথা একেবারেই মনে রাখেন না তিনি।

রচনা থাকেন দক্ষিণ কলকাতার আরবানায়। তাঁদের কমপ্লেক্সেই পুজো হয়। সেখানেই দিনের অনেকটা সময় কাটান অভিনেত্রী। সঙ্গে থাকেন প্রিয়জনেরা।

একমাত্র ছেলেকে নিজের কাছে রেখেই বড় করছেন রচনা। পুজোয় ছেলের কাছে সময় কাটানোও মাস্ট। ছেলের সঙ্গেও ছবি তুলে সোশ্যাল ওয়ালে পোস্ট করেছেন রচনা।

পুজোর সময় কোনও কাজ রাখেন না রচনা। এই পাঁচদিন ছুটিতে কাটান তিনি। সাধারণত এথনিক ওয়্যারেও পুজো কাটাতে ভালবাসেন অভিনেত্রী।