TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Jul 26, 2021 | 2:55 PM
বেড়াতে যাওয়া রচনা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের অবসর। শুটিংয়ের ব্যস্ততা, পরিবারের দায়িত্ব সামলে সময় পেলেই বেড়াতে যেতে ভালবাসেন তিনি। করোনা আতঙ্কে বেশ কিছুদিন আটকে থাকার পর ফের বেড়াতে গিয়েছেন অভিনেত্রী।
আপাতত রচনার ডেস্টিনেশন পঞ্জাব। অমৃতসরের স্বর্ণমন্দিরের সামনে থেকে বেশ কিছু ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন তিনি। লিখেছেন, এ এমন জায়গা যেখানে সকলে প্রার্থনা করতে আসেন।
ভ্যাকেশন ট্রিপে বহু মনে রাখার মতো স্মৃতি তৈরি করেন রচনা। পঞ্জাব ট্রিপও তার ব্যতিক্রম নয়। বহুদিন অপেক্ষার পর মিলেছে ছুটি। তাই প্রতিটি মুহূর্ত আনন্দে কাটাচ্ছেন তিনি।
রচনার নির্দিষ্ট বন্ধুদের গ্রুপ রয়েছে। এর আগেও বন্ধুদের সঙ্গে শ্রীলঙ্কা বেড়াতে গিয়েছিলেন। এই বন্ধুদের সঙ্গেই হাউজ পার্টি করতে দেখা যায় নায়িকাকে। অমৃতসর ট্রিপেও তাঁর সঙ্গী বন্ধুরাই।
স্বর্ণমন্দিরে গিয়ে লঙ্গর সেবা করার সুযোগ পেয়েছেন রচনা। জীবনে প্রথমবার এমন সুযোগ পেয়ে আপ্লুত তিনি।
মানুষের সেবা করার সুযোগ সকলে পান না। বেড়াতে গিয়ে মানুষের সেবার সুযোগ রচনা যে ভাবে পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
‘দিদি নম্বর ওয়ান’ বহু বছর ধরে রচনার ক্যারিশমায় দর্শকের পছন্দের শো। সেখানেও প্রতিযোগীদের পজিটিভ বার্তা দেন তিনি। মানুষের পাশে থাকার কথা বলেন। নিজেও সুযোগ পেলেই সে চেষ্টা করেন বলে জানিয়েছেন।