‘আন্ধাধুন’ অভিনেতা রাধিকা আপ্তের আজ ৭ সেপ্টেম্বর জন্মদিন। ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর মম্বইয়ের অন্যতম ডিভা। তাঁর বহুমুখী প্রতিভার প্রমাণ পেয়েছেন সকলই। তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর নানা ধরনের ফটো এবং ভিডিয়োগুলোর মাধ্যমে ভক্তদের সঙ্গে জুড়ে থাকেন। রাধিকা আপ্তে তাঁর গ্ল্যামারাস চেহারা দিয়ে নেটিজ়েনদের হৃদয়ে পারদ বাড়াতে সক্ষম। অভিনেত্রী সর্বদা নিজের বক্তব্য পেশ করতে ভয় পান না। তাঁর জন্মদিনে তেমনই বিতর্কিত কিছু ঘটনা ফিরে দেখা যাক।
রাধিকা আপ্তে সিনেমায় তাঁর সাহসী দৃশ্য দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। তাঁর ছবি মুক্তির আগেই দৃশ্যগুলো ফাঁস হয়ে যায়। ২০১৬ সালে অনুরাগ কাশ্যপের ক্লিন শেভেন এবং লীনা যাদবের পার্চড ছবিতে রাধিকাকে নিয়ে দুটি সাহসী দৃশ্য অনলাইনে ফাঁস হয়েছিল। অভিনেত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয় যে বিতর্ক তৈরি করা এবং সাহসী দৃশ্য করা সফল হওয়ার জন্য প্রয়োজনীয় কি না। এতে রেগে গিয়ে পাল্টা জবাব দেন অভিনেত্রী।
রাধিকা আপ্তে একবার জানিয়েছিলেন যে একজন শিল্পী হিসাবে তাঁকে একটি নির্দিষ্ট কাজ করতে হবে। তিনি এমনকি বলেছিলেন যে লোকেরা তাঁদের নিজের শরীরের জন্য লজ্জিত এবং অন্য লোকেদের পছন্দকেও অপবাদ দেয়। তিনি মন্তব্য করেছিলেন যে যদি কারও নগ্ন দেহ দেখতে হয় তবে আয়নায় নিজেকে দেখুন।
রাধিকা আপ্তে নেটিজেনদের নিন্দা করেছেন যাঁরা অন-স্ক্রিনে তাঁর নগ্ন দৃশ্য দেখে বিরক্ত হয়েছেন বলে মনে হচ্ছে। ২০২১ সালে পার্চড থেকে আপ্তের প্রেমের দৃশ্য ভাইরাল হয়েছিল এবং নেটিজেনরা টুইটারে #BoycottRadhikaApte ট্রেন্ডিং শুরু করেছিলেন। অভিনেত্রী আরও বোল্ড ছবি আপলোড করে তাঁদের উপেক্ষা করেছেন।
২০১৮ সালে রাধিকা আপ্তে জানিয়েছিলেন যে তিনি একটি তামিল সিনেমার সেটে একজন সহ-অভিনেতাকে তাঁর প্রতি খারাপ আচরণের জন্য চড় মেরেছিলেন। তিনি আর জানান যে কীভাবে অভিনেতা তাঁর পায়ে সুড়সুড়ি দিতে শুরু করেছিলেন যার পরে তিনি তাঁকে চড় মেরেছিলেন।
দ্য সিক্রেড গেমস অভিনেত্রী রাধিকা আপ্তে নেটফ্লিক্স ইন্ডিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন। তিনি দুই মিনিটের ভিডিয়োতে তিনি যে ছবিতে অভিনয় করেছেন তাঁর প্রতিটি চরিত্র প্রদর্শন করেছেন।