Durga Puja 2021: বাংলাদেশে পুজো সেলিব্রেট করছেন মিথিলা, সঙ্গী আয়রা এবং বন্ধুরা

Durga Puja 2021: এখনও পর্যন্ত মাত্র একবারই কলকাতার পুজো দেখার সুযোগ হয়েছে মিথিলার। তিনি জানিয়েছেন, তা তাঁর কাছে এক বিস্ময়।

1/7
দুর্গাপুজো, ঈদ বা ক্রিসমাস, সব উৎসবই সেলিব্রেট করেন রাফিয়াত রশিদ মিথিলা। এ বারের পুজোয় তিনি বাংলাদেশে রয়েছেন। আনন্দ করছেন সেখানেই।
দুর্গাপুজো, ঈদ বা ক্রিসমাস, সব উৎসবই সেলিব্রেট করেন রাফিয়াত রশিদ মিথিলা। এ বারের পুজোয় তিনি বাংলাদেশে রয়েছেন। আনন্দ করছেন সেখানেই।
2/7
সপ্তমীর সন্ধেয় পুজো মন্ডপ থেকে নিজের ছবি শেয়ার করেছিলেন মিথিলা। সঙ্গী মেয়ে আয়রা এবং বন্ধুরা। শাড়ির সাজে বাঙালিয়ানায় ফ্যাশন স্টেটমেন্ট সাজিয়েছিলেন মিথিলা।
সপ্তমীর সন্ধেয় পুজো মন্ডপ থেকে নিজের ছবি শেয়ার করেছিলেন মিথিলা। সঙ্গী মেয়ে আয়রা এবং বন্ধুরা। শাড়ির সাজে বাঙালিয়ানায় ফ্যাশন স্টেটমেন্ট সাজিয়েছিলেন মিথিলা।
3/7
এখনও পর্যন্ত মাত্র একবারই কলকাতার পুজো দেখার সুযোগ হয়েছে মিথিলার। তিনি জানিয়েছেন, তা তাঁর কাছে এক বিস্ময়। পুজো ঘিরে এত রকম শিল্পর সমাহার, এত উন্মাদনা যে হতে পারে, তা কলকাতার পুজো না দেখলে জানতে পারতেন না।
এখনও পর্যন্ত মাত্র একবারই কলকাতার পুজো দেখার সুযোগ হয়েছে মিথিলার। তিনি জানিয়েছেন, তা তাঁর কাছে এক বিস্ময়। পুজো ঘিরে এত রকম শিল্পর সমাহার, এত উন্মাদনা যে হতে পারে, তা কলকাতার পুজো না দেখলে জানতে পারতেন না।
4/7
বাংলাদেশেও প্রচুর দুর্গাপুজো হয়, কিন্তু কলকাতার পুজোর আমেজ যে আলাদা তা এক কথায় স্বীকার করে নিয়েছিলেন মিথিলা।
বাংলাদেশেও প্রচুর দুর্গাপুজো হয়, কিন্তু কলকাতার পুজোর আমেজ যে আলাদা তা এক কথায় স্বীকার করে নিয়েছিলেন মিথিলা।
5/7
মিথিলার স্বামী তথা পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই মুহূর্তে কর্মসূত্রে কলকাতার বাইরে রয়েছেন। সে কারণেই আয়রাকে নিয়ে পরিবারের সঙ্গে বাংলাদেশে সময় কাটাচ্ছেন মিথিলা।
মিথিলার স্বামী তথা পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই মুহূর্তে কর্মসূত্রে কলকাতার বাইরে রয়েছেন। সে কারণেই আয়রাকে নিয়ে পরিবারের সঙ্গে বাংলাদেশে সময় কাটাচ্ছেন মিথিলা।
6/7
আয়রাও ছোট থেকেই সব রকম উৎসব পালনে অভ্যস্ত হয়ে উঠছে। মাকে দেখেই শুধু দেশের নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের উৎসবের সঙ্গেও পরিচিত হচ্ছে সে।
আয়রাও ছোট থেকেই সব রকম উৎসব পালনে অভ্যস্ত হয়ে উঠছে। মাকে দেখেই শুধু দেশের নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের উৎসবের সঙ্গেও পরিচিত হচ্ছে সে।
7/7
চলতি বছর পুজোয় কলকাতায় থাকা হল না মিথিলার। তবে আগামী বছর ফের কলকাতায় থাকার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
চলতি বছর পুজোয় কলকাতায় থাকা হল না মিথিলার। তবে আগামী বছর ফের কলকাতায় থাকার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

Click on your DTH Provider to Add TV9 Bangla