Rahul on covid variant: করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ‘সতর্কবার্তা’ রাহুলের, টিকাকরণ নিয়েও কেন্দ্রকে খোঁচা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 27, 2021 | 5:44 PM

Rahul Gandhi, টুইটে রাহুল জানিয়েছেন, "করোনার নতুন ভ্যারিয়েন্ট খুবই গুরুতর হতে পারে। কেন্দ্রীয় সরকারের উচিৎ দেশের মানুষকে নিরাপদে রাখতে করোনা টিকাকরণের ওপর বাড়তি জোর দেওয়া।

1 / 5
নয়া দিল্লি: করোনা ভাইরাসের নতুন স্ট্রেনকে বড়সড় চিন্তার কারণ হিসেবেই দেখছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এর পাশাপাশি করোনা টিকাকরণের (Covid Vaccination) হার নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন কংগ্রেসের (Indian National Congress) এই শীর্ষনেতা। ছবি: টুইটার

নয়া দিল্লি: করোনা ভাইরাসের নতুন স্ট্রেনকে বড়সড় চিন্তার কারণ হিসেবেই দেখছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এর পাশাপাশি করোনা টিকাকরণের (Covid Vaccination) হার নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন কংগ্রেসের (Indian National Congress) এই শীর্ষনেতা। ছবি: টুইটার

2 / 5
টুইটে রাহুল জানিয়েছেন, "করোনার নতুন ভ্যারিয়েন্ট খুবই গুরুতর হতে পারে। কেন্দ্রীয় সরকারের উচিৎ দেশের মানুষকে নিরাপদে রাখতে করোনা টিকাকরণের ওপর বাড়তি জোর দেওয়া। একজনের ছবি দিয়ে করোনা টিকাকরণের খারাপ পরিসংখ্যানের চিত্র ঢাকা সম্ভব নয়।" ছবি: টুইটার

টুইটে রাহুল জানিয়েছেন, "করোনার নতুন ভ্যারিয়েন্ট খুবই গুরুতর হতে পারে। কেন্দ্রীয় সরকারের উচিৎ দেশের মানুষকে নিরাপদে রাখতে করোনা টিকাকরণের ওপর বাড়তি জোর দেওয়া। একজনের ছবি দিয়ে করোনা টিকাকরণের খারাপ পরিসংখ্যানের চিত্র ঢাকা সম্ভব নয়।" ছবি: টুইটার

3 / 5
উল্লেখ্য, করোনার আরও এক নতুন স্ট্রেনের হদিশ পাওয়া যাচ্ছে, ওমিক্রন (Omicron)। চলতি সপ্তাহেই দক্ষিণ আফ্রিকায় প্রথম খোঁজ মেলে করোনার এক নতুন ভ্যারিয়েন্টের (COVID 19 New variant)। এই স্ট্রেন এখনও পর্যন্ত সন্ধান পাওয়া করোনা স্ট্রেনগুলির মধ্যে সবথেকে বেশি সংক্রামক। দেরি না করে আজই শীর্ষ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বিদেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে আরও বেশি করে সজাগ থাকার প্রয়োজন আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ছবি: টুইটার

উল্লেখ্য, করোনার আরও এক নতুন স্ট্রেনের হদিশ পাওয়া যাচ্ছে, ওমিক্রন (Omicron)। চলতি সপ্তাহেই দক্ষিণ আফ্রিকায় প্রথম খোঁজ মেলে করোনার এক নতুন ভ্যারিয়েন্টের (COVID 19 New variant)। এই স্ট্রেন এখনও পর্যন্ত সন্ধান পাওয়া করোনা স্ট্রেনগুলির মধ্যে সবথেকে বেশি সংক্রামক। দেরি না করে আজই শীর্ষ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বিদেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে আরও বেশি করে সজাগ থাকার প্রয়োজন আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ছবি: টুইটার

4 / 5
সম্প্রতি করোনায় মৃতদের পরিবারের জন্য নির্ধারিত সরকারি ক্ষতিপূরণের মূল্য নিয়েও মুখ খুলেছিলেন রাহুল গান্ধী। তিনি জানিয়েছিলে করোনায় মৃতদের পরিবারকে কমপক্ষে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া উচিৎ। কেন্দ্র মৃতদের পরিবার পিছু ৫০ টাকা ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তকে 'হাস্যকর' বলেও কটাক্ষ করেন রাহুল। ছবি: টুইটার

সম্প্রতি করোনায় মৃতদের পরিবারের জন্য নির্ধারিত সরকারি ক্ষতিপূরণের মূল্য নিয়েও মুখ খুলেছিলেন রাহুল গান্ধী। তিনি জানিয়েছিলে করোনায় মৃতদের পরিবারকে কমপক্ষে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া উচিৎ। কেন্দ্র মৃতদের পরিবার পিছু ৫০ টাকা ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তকে 'হাস্যকর' বলেও কটাক্ষ করেন রাহুল। ছবি: টুইটার

5 / 5
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, এখনও অবধি দেশে ১২১.০৬ কোটি করোনা টিকা দেওয়া হয়েছে। আজও করোনার টিকাকরণে হার বৃদ্ধি নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: টুইটার

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, এখনও অবধি দেশে ১২১.০৬ কোটি করোনা টিকা দেওয়া হয়েছে। আজও করোনার টিকাকরণে হার বৃদ্ধি নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: টুইটার

Next Photo Gallery