TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Jul 15, 2021 | 8:33 AM
রাত পোহালেই বিয়ে করছেন রাহুল বৈদ্য এবং দিশা পারমার। আগামী ১৬ জুলাই বিয়ের দিন আগেই ঘোষণা করেছিলেন রাহুল। গতকাল অর্থাৎ ১৪জুলাই তাঁদের মেহেন্দির অনুষ্ঠান হল।
লাল কুর্তা এবং সাদা সালোয়ারের কম্বিনেশনে সেজেছিলেন দিশা। হাত ভর্তি মেহেন্দিতে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন হবু কনে। পাশে ছিলেন রাহুলও। করোনা পরিস্থিতিতে কম সংখ্যক আত্মীয় এবং বন্ধুর উপস্থিতিতে হবে তাঁদের বিয়ের অনুষ্ঠান।
রাহুল জানিয়েছেন, তাঁদের সঙ্গীতের অনুষ্ঠানে দালের মেহেন্দির আসার কথা রয়েছে। যদিও এ বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু জানাননি রাহুল।
রাহুল আরও জানান, হিন্দু রীতি মেনে বিয়ে করবেন তিনি এবং দিশা। ওয়েডিং চান্টস নামে একটি ব্যান্ডের সদস্যরা তাঁদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন মন্ত্র, শ্লোক পাঠ করে সহজ ভাষায় উপস্থিত অতিথিদের বুঝিয়ে দেবেন।
তিন দিনের বিয়ের অনুষ্ঠানের এখনও সব পোশাক নাকি ঠিক করতে পারেননি রাহুল। খুব দ্রুত আয়োজন করতে হয়েছে বলে নিমন্ত্রিতের তালিকাও নাকি এখনও সম্পূর্ণ হয়নি। ইচ্ছে থাকলেও করোনা পরিস্থিতির কারণেই নিমন্ত্রিতের তালিকা নিয়ন্ত্রিত করতে হচ্ছে বলে জানান তিনি।
গত বছর ‘বিগ বস’-এর বাড়িতেই দিশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাহুল। জনসমক্ষে সেই প্রস্তাব গ্রহণও করেছিলেন দিশা। ওই বাড়ি থেকে বেরনোর পরও ভালবাসায় ছেদ পড়েনি। বরং গাঢ় হয়েছে আরও। অবশেষে প্রেমে শিলমোহর। নতুন জীবন শুরু করতে চলেছেন তাঁরা।
দিশা পেশায় অভিনেত্রী। হিন্দি ধারাবাহিক ‘প্যায়ার কা দরদ হ্যায়’, ‘মিঠা মিঠা প্যায়ারা প্যায়ারা’-তে তাঁর অভিনয় দেখেছেন দর্শক।
বিয়ে নিয়ে এক সংবাদমাধ্যমকে রাহুল জানিয়েছেন, সেলিব্রিটিদের রোশনাই নন, তিনি এবং দিশা চান পরিবারের একেবারে কাছের মানুষদের আশীর্বাদ। দিশার কথায়, “আমার কাছে আদর্শ বিয়ের মানেই হল এক সাদামাটা বিয়ে। বিয়ে হল দুটি মানুষ এবং তাঁদের পরিবারের মিলন। আমি খুশি যা যা চেয়েছিলাম সে রকমটা হচ্ছে।”