Rajkumar Rao: রাজকুমারের জীবনে প্রথম আয় মাত্র ৩০০ টাকা, কীভাবে রোজগার করেছিলেন অভিনেতা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 13, 2022 | 7:29 PM

Rajkumar Rao: তবে অভিনেতা হিসেবে নয়, জীবনে প্রথম রোজগার করেছিলেন তিনি নাচের শিক্ষক হিসেবেই। তেমনই কথা শেয়ার করলেন এবার স্টার।

1 / 5
বলিউডে এসে ভাগ্যবদল হয়েছে একাধিক স্টারের। সেই তালিকায় থাকা অন্যতম নাম হল রাজকুমার রাও। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই স্টারের এক একটি চরিত্র ঘিরে ভক্তমনে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে।

বলিউডে এসে ভাগ্যবদল হয়েছে একাধিক স্টারের। সেই তালিকায় থাকা অন্যতম নাম হল রাজকুমার রাও। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই স্টারের এক একটি চরিত্র ঘিরে ভক্তমনে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে।

2 / 5
তবে অভিনেতা হিসেবে নয়, জীবনে প্রথম রোজগার করেছিলেন তিনি নাচের শিক্ষক হিসেবেই। তেমনই কথা শেয়ার করলেন এবার স্টার। সদ্য নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই সাক্ষাৎকার। রাজকুমার ছোট থেকে তাইকোন্ড শিখতেন।

তবে অভিনেতা হিসেবে নয়, জীবনে প্রথম রোজগার করেছিলেন তিনি নাচের শিক্ষক হিসেবেই। তেমনই কথা শেয়ার করলেন এবার স্টার। সদ্য নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই সাক্ষাৎকার। রাজকুমার ছোট থেকে তাইকোন্ড শিখতেন।

3 / 5
ভারতে স্বর্ণপদকও জিতেছিলেন তিনি। তবে সেই চর্চা ছেড়ে মাঝপথেই শুরু হয় নাচ। তিনি নিজেই নাচের শিক্ষা দিতে শুরু করেছিলেন ক্লাস এইট থেকে। আর সেই শিক্ষকতা থেকেই তিনি আয় করেছিলেন ৩০০ টাকা।

ভারতে স্বর্ণপদকও জিতেছিলেন তিনি। তবে সেই চর্চা ছেড়ে মাঝপথেই শুরু হয় নাচ। তিনি নিজেই নাচের শিক্ষা দিতে শুরু করেছিলেন ক্লাস এইট থেকে। আর সেই শিক্ষকতা থেকেই তিনি আয় করেছিলেন ৩০০ টাকা।

4 / 5
সেই টাকা তিনি তুলে দিয়েছিলেন তাঁর মায়ের হাতে। তাঁর মাও ভীষণ খুশি হয়েছিলেন। ২০১০ সালে বলিউডে ডেবিউ করার আগে তিনি বহু ছোট ছোট চরিত্রে কাজ করেছিলেন তিনি।

সেই টাকা তিনি তুলে দিয়েছিলেন তাঁর মায়ের হাতে। তাঁর মাও ভীষণ খুশি হয়েছিলেন। ২০১০ সালে বলিউডে ডেবিউ করার আগে তিনি বহু ছোট ছোট চরিত্রে কাজ করেছিলেন তিনি।

5 / 5
এই সপ্তাহেই মুক্তি পায় মনিকা ও মাই ডার্লিং নেটফ্লিক্সে। বর্তমানে তিনি একাধিক ছবির কাজে ব্যস্ত রয়েছেন। তবে পর্দায় সেভাবে তাঁকে নাচতে দেখা যায় না, খুব কম সিক্যুয়েন্স রয়েছে যেখানে রাজকুমার রাওকে নাচতে দেখা যায়।

এই সপ্তাহেই মুক্তি পায় মনিকা ও মাই ডার্লিং নেটফ্লিক্সে। বর্তমানে তিনি একাধিক ছবির কাজে ব্যস্ত রয়েছেন। তবে পর্দায় সেভাবে তাঁকে নাচতে দেখা যায় না, খুব কম সিক্যুয়েন্স রয়েছে যেখানে রাজকুমার রাওকে নাচতে দেখা যায়।

Next Photo Gallery