Rezang la War Memorial: ইন্দো চিন যুদ্ধের নায়কদের স্মরণ, রেজাং লা ওয়ার মেমোরিয়াল উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে
Nov 18, 2021 | 5:42 PM
1962 war, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দুদেশের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ার পর থেকেই ভারতের পক্ষ থেকে সেখানে ১০ হাজার সেনা বাহিনী ও বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র মোতায়েন করা হয়।
1 / 5
নয়া দিল্লি: বৃহস্পতিবার, পূর্ব লাদাখে পুনরায় নির্মিত রেজাং লা ওয়ার মেমোরিয়ালের উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এখানেই ১৯৬২ সালে, বীরত্বের সঙ্গে চিনা বাহিনীর সঙ্গে লড়াই করেছিলেন ভারতীয় সেনা জওয়ানরা। এই ওয়ার মেমোরিয়ালকে যুদ্ধ নিহত সেনাদের উদ্দেশে উৎসর্গ করে রাজনাথ সিং বলেন, "তাঁরা শুধু ইতিহাসের পাতায় নয় আমাদের মনেও অমর।"
2 / 5
"রেজাং লার ঐতিহাসিক যুদ্ধ ১৮ হাজার ফুট উচ্চতায় লড়াই করা হয়েছিল। বর্তমান সময়ে দাঁড়িয়েও এই উচ্চতায় যুদ্ধ করার কথা চিন্তা করা প্রায় অসম্ভব। মেজর শয়তান সিং ও তাঁর নেতৃত্বে জওয়ানরা নিজেদের শেষ নিঃশ্বাস অবধি শত্রুদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। এবং বীরত্ব ও ত্যাগের এক নতুন ইতিহাস তৈরি করে গিয়েছেন।" বলেন রাজনাথ সিং।
3 / 5
নতুন নির্মিত এই যুদ্ধ স্মৃতি শৌধ উদ্বোধনের বিষয়ে টুইটারে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। তিনি জানান যুদ্ধে নিহত সেনাদের উদ্দেশে তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। তিনি বলেন, রেজাং লার যুদ্ধ বিশ্বের সর্বশ্রেষ্ঠ ১০ টি সেনা যুদ্ধের মধ্যে অন্যতম।"
4 / 5
দেড় বছরেরও বেশি সময় ধরে চলে আসা লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যে এই স্মৃতি শৌধের উদ্বোধন তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রেজাং লা এলাকা চিনে আগ্রসন সত্ত্বেও গত অগাস্টে বেশ কিছু এলাকা নিজেদের কব্জায় নিয়ে আসে ভারত। গত বছরে মে মাসে ৫ তারিখে ভারত চিন সীমান্তে দুই দেশের সেনা বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা গিয়েছিল।
5 / 5
প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দুদেশের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ার পর থেকেই ভারতের পক্ষ থেকে সেখানে ১০ হাজার সেনা বাহিনী ও বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র মোতায়েন করা হয়। এই উত্তেজনার মাঝেই গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনা বাহিনীর মধ্য লড়াইয়ে উভয় পক্ষেরই বেশ কিছু সেনা জওয়ান প্রাণ হারিয়েছিলেন। এরপরে দুই দেশের মধ্যে আলোচনার পর উত্তেজনা সাময়িক কমলেও বর্তমান পরিস্থিতিতে আবার দুই দেশের সম্পর্কে নানা সমস্যা দেখা দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রীর লাদাখ সফর গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।