TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jul 19, 2022 | 12:57 PM
রাখীও তাই সমালোচনার বাইরে নন। তবে তাঁকেও সকলে ভালবাসেন। আর ঠিক সেই কারণেই রাখী সাওয়ান্ত এত জনপ্রিয়। তাঁর প্রচারের প্রয়োজন পড়ে না। সকলে তাঁকে এতটাই ভালবাসেন যে তিনি সর্বদাই খবরের শিরোনামে থাকেন বলে দাবি করেন।
তবে কেন বারে বারে সম্পর্কে যাওয়ার পরেও সুখে সংসার করে হয়ে ওঠা হয়নি রাখীর। এবার ব্যক্তিগত জীবন নিয়ে নিজেই বোমা ফাটালেন এই সেলেব। স্পষ্টভাষায় জানিয়েদিলেন, ঠিক কী কী কারণে তিনি জীবনে ভালবাসা খুঁজে পাননি।
অতীতের সম্পর্কে ঘিরে একাধিকবার নাজেহাল হতে দেখা যায় রাখি সাওয়ান্তকে। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর প্রতিটা মন্তব্য। এক কথায় বলিউডে তাঁকে সকলে ড্রামা কুইন বলেই চেনে।
তবে রাখি সাওয়ান্ত নানা মন্তব্যের মধ্যে একবার নিজেকে মহাত্মা গান্ধির সঙ্গে তুলনা করে ফেলেছিলেন। যা মুহূর্তে ঝড় তোলে সোশ্যাল মিডিয়ার পাতায়। রাখী সাওয়ান্তকে নিয়ে নানা জনের নানা মত। কোনও কিছুকেই খুব একটা পাত্তা দেন না রাখি।
রাখী সাওয়ান্ত বর্তমানে আদিলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আদিলের সঙ্গে সংসার পাতার স্বপ্ন তাঁর চোখে। প্রকাশ্যেই তিনি জানান যে আদিলের যেদিন মনে হবে, তিনি সেদিনই বিয়ের পিঁড়িতে বসতে রাজি।