পরিচালকের নাম রামগোপাল ভর্মা। ছবির নাম ‘ডেঞ্জারাস খত্রা’। ভারতের ‘প্রথম’ লেসবিয়ান ক্রাইম ড্রামা। ছবিতে সাহসী চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায় এবং অপ্সরা রানি। ‘চরিত্রহীন’ ওয়েব সিরিজ়ে নয়নাই ছিলেন কিরণময়ী।
বোল্ড সিনে আগেও অভিনয় করেছেন নয়না। এক লেসবিয়ানের চরিত্রে এটাই প্রথম।
এক্সক্লুসিভ সাক্ষাৎকারে TV9 বাংলাকে নয়না বলেছেন, "একেবারে অন্যরকম অনুভূতি। নিজে মহিলা হয়ে অন্য কোনও মহিলার সঙ্গে আজ পর্যন্ত রোম্যান্স করিনি। স্ক্রিনে না, বাস্তব জীবনেও না। একেবারে নতুন কাজ, নতুন অভিজ্ঞতা হয়েছে।"
ছবিতে প্রথম-প্রথম সিনগুলোতে অভিনয় করতে বেশ বেগ পেতে হয়েছিল নয়নাকে। অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল তাঁর। বেশ কিছু সাক্ষাৎকার পড়েছিলেন। অনেক গবেষণাও করেছিলেন। আয়ুষ্মান খুরানা, রাধিকা আপ্তের মতো অভিনেতা-অভিনেত্রীদের সাক্ষাৎকার পড়ে নিজেকে মনে-মনে প্রস্তুত করেছিলেন নয়না।
অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় কোনও 'ইন্টিমেসি' পরিচালক ছিলেন না সেটে। ছিলেন পরিচালক রাম গোপাল ভর্মা ও ডিওপি। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন খোদ নয়না।
'A' চিহ্ন সমেত সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে রাম গোপাল ভর্মার ছবি, তথা ভারতের 'প্রথম' লেসবিয়ান ক্রাইম ড্রামা 'ডেঞ্জারাস খত্রা'।
নয়নার পারফরম্যান্স দেখে রামগোপাল বলেছেন, "সুপার পারফরম্যান্স!"