ঠোঁটে ঠোঁট রেখে বিয়ের কথা জানালেন রালিয়া। বিয়ের পর প্রথম ছবি পোস্ট করলেন কাপুর পরিবারের নববধূ আলিয়া।
অবশেষে এক হল চার হাত, বাস্তুর বাড়িতে বিয়ে সম্পন্ন হল রণবীর ও আলিয়ার। সন্ধে সাড়ে সাতটার সময় সাংবাদিকদের মুখোমুখি হলেন নবদম্পতি। শুরু হল নতুন পথ চলা।
বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে এলেন আলিয়া-রণবীর। আলিয়ার এলোচুল… সদ্য বিয়ে করা বউকে কোলে তুলে নিলেন রণবীর।
পাঞ্জাবি মতে বিয়ে করছেন রণবীর-আলিয়া। আর পাঞ্জাবি বিয়েতে নাচ-গান হবেই। ছেলে-বউমার জন্য বিশেষ ডান্স নাম্বারের আয়োজন নিতু কাপুরের।
মজার ছলে রণবীর কাপুরকে ক্যাসানোভার তকমা দিয়েছিলেন আলিয়া ভাটের বাবা। কিন্তু সেই প্রসঙ্গ এখন অতীত। কারণ রণবীর কাপুর এখন ভাট পরিবারের জামাই।
দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক, ব্রহ্মাস্ত্র ছবির শুটেই প্রথম কাছাকাছি আসা। তখন থেকে শুরু সম্পর্কের জল্পনা। অবশেষে জল্পনার অবসান। বিয়ে করলেন রণবীর-আলিয়া।
বসন্তের আমেজে চার হাত এক হল। ফটোশুটের ছবি শেয়ার করেছেন আলিয়া নিজে।
বাঙালি ডিজাইনার সব্যসাচী চক্রবর্তীর ব্রাইডাল কালেকশনে সেজেছেন বর-কনে। সাদার সাজে অনন্য লাগছে দুজনকেই।
আলিয়া পরেছেন সাদা শাড়ি। গলায় রয়েছে কুন্দানের হার। মাথায় চওড়া মাঙ্গটিকা। সব মিলিয়ে নববধূ আলিয়ার সাজ অনবদ্য।
আলিয়া ইনস্টাতে ছবি পোস্ট করার পাশাপাশি লিখেছেন যে, ৫ বছর সম্পর্কে ছিলেন তাঁরা। আর আজ তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
আলিয়া লিখেছেন, “আজ, পরিবার ও বন্ধুদের সাক্ষী রেখে, আমাদের বাড়িতে, আমাদের প্রিয় জায়গায়, এই বারান্দায়, যেখানে ৫ বছর কত সময় কাটিয়েছি আমরা… সেখানেই বিয়ে করলাম। আমাদের এই যাত্রাপথে অনেককে সঙ্গে পেয়েছি। আরও অনেক স্মৃতি তৈরি করব আমরা। প্রেমে , হাসিতে , আরামে, সিনেমা দেখা রাতে, বোকা-বোকা ঝগড়ায়, ওয়াইনে… চাইনিজ়ে। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তে আপনাদের এত ভালবাসা ও আলো পেয়ে আমরা অভিভূত। সবকিছুকে স্পেশ্যাল করে তুলেছে যেন। ভালবাসা, রণবীর এবং আলিয়া।”
বসন্ত এসে গিয়েছে… আজ থেকে আর প্রেমিক-প্রেমিকা নয়। ওঁরা বিবাহিত। মাথায় আদরের চুম্বন আর ঠোঁট ভর্তি সোহাগ…