Alia Bhat-Ranbir Kapoor: সন্তানের নামে থাকতে চলেছে এই বিশেষত্ব, কীভাবে আবারও ফিরে আসছেন ঋষি কাপুর

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 17, 2022 | 5:39 PM

Alia Bhatt: ৬ নভেম্বর পরিবারে আসে কন্যা সন্তান। হাসপাতাল সেই একই। যেখানে ঋষি কাপুর প্রয়াত হয়েছিলেন। সেখানেই ভর্তি হয়েছিলেন আলিয়া ভাট।

1 / 5
কেরিয়ারের শুরু থেকেই রণবীর কাপুর ও আলিয়া ভাট ঝড়ের গতিতে ভাইরাল সিনেদুনিয়ায়। একের পর এক ভাল ছবি তাঁরা উপহার দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছেন। তবে চলতি বছর এক কথায় বলতে গেলে এই জুটির বছর।

কেরিয়ারের শুরু থেকেই রণবীর কাপুর ও আলিয়া ভাট ঝড়ের গতিতে ভাইরাল সিনেদুনিয়ায়। একের পর এক ভাল ছবি তাঁরা উপহার দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছেন। তবে চলতি বছর এক কথায় বলতে গেলে এই জুটির বছর।

2 / 5
সন্তানকে কোলে নিয়ে খুশিতে ভেসেছিলেন রণবীর। ৬ নভেম্বর পরিবারে আসে কন্যা সন্তান। হাসপাতাল সেই একই। যেখানে ঋষি কাপুর প্রয়াত হয়েছিলেন। সেখানেই ভর্তি হয়েছিলেন আলিয়া ভাট।

সন্তানকে কোলে নিয়ে খুশিতে ভেসেছিলেন রণবীর। ৬ নভেম্বর পরিবারে আসে কন্যা সন্তান। হাসপাতাল সেই একই। যেখানে ঋষি কাপুর প্রয়াত হয়েছিলেন। সেখানেই ভর্তি হয়েছিলেন আলিয়া ভাট।

3 / 5
ঋষি কাপুর চলে যাওয়ার পর পরিবারে নেমে এসেছিল শোকের ছায়া। সমস্তটা ভুলেই আবারও ছন্দে ফেরার চেষ্টা করছে পরিবার। শোক ভুলে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণবীর ও আলিয়া।

ঋষি কাপুর চলে যাওয়ার পর পরিবারে নেমে এসেছিল শোকের ছায়া। সমস্তটা ভুলেই আবারও ছন্দে ফেরার চেষ্টা করছে পরিবার। শোক ভুলে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণবীর ও আলিয়া।

4 / 5
তারপর থেকে খানিকটা স্বাভাবিক হচ্ছিল পরিবারের ছবি। এবার সামনে পরিবারের ছোট্ট সদস্যকে দেখে সকলের মুখেই ফিরে আসছে হারান হাসি। সকলেই ভাসছে আনন্দে।

তারপর থেকে খানিকটা স্বাভাবিক হচ্ছিল পরিবারের ছবি। এবার সামনে পরিবারের ছোট্ট সদস্যকে দেখে সকলের মুখেই ফিরে আসছে হারান হাসি। সকলেই ভাসছে আনন্দে।

5 / 5
আর তাই অনুরাগীদের কথায় নবজাতকের নামের সঙ্গে জুড়তে পারে ঋষি কাপুর যোগ। ইতিমধ্যেই নাম স্থির করা হয়েগিয়েছে। কিন্তু তা প্রকাশ্যে আনা হয়নি। তবে সেখানে ঋষি কাপুরের সংযোগ থাকার খবর ভাসছে বি-টাউনে।

আর তাই অনুরাগীদের কথায় নবজাতকের নামের সঙ্গে জুড়তে পারে ঋষি কাপুর যোগ। ইতিমধ্যেই নাম স্থির করা হয়েগিয়েছে। কিন্তু তা প্রকাশ্যে আনা হয়নি। তবে সেখানে ঋষি কাপুরের সংযোগ থাকার খবর ভাসছে বি-টাউনে।

Next Photo Gallery