Ranbir-Alia: রণবীর-আলিয়ার কৃষ্ণরাজ বাংলোর আটটা তলা, কার জন্য সেজে উঠল কোন ফ্লোর

kapoor Family: বাড়ির অন্দরমহল নিয়ে প্রথম থেকেই দর্শকমনে কৌতুহলের পারদ ছিল তুঙ্গে। কোন ফ্লোরে কে থাকবে, কীভাবে সেজে উঠছে এই আটতলা বাংলো সেই খবর এবার সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল।

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 09, 2022 | 6:55 PM

1 / 5
সন্তানকে কোলে নিয়ে খুশিতে ভেসেছিলেন রণবীর। ৬ নভেম্বর পরিবারে আসে কন্যা সন্তান। হাসপাতাল সেই একই। যেখানে ঋষি কাপুর প্রয়াত হয়েছিলেন। সেখানেই ভর্তি হয়েছিলেন আলিয়া ভাট।

সন্তানকে কোলে নিয়ে খুশিতে ভেসেছিলেন রণবীর। ৬ নভেম্বর পরিবারে আসে কন্যা সন্তান। হাসপাতাল সেই একই। যেখানে ঋষি কাপুর প্রয়াত হয়েছিলেন। সেখানেই ভর্তি হয়েছিলেন আলিয়া ভাট।

2 / 5
বাড়ির অন্দরমহল নিয়ে প্রথম থেকেই দর্শকমনে কৌতুহলের পারদ ছিল তুঙ্গে। কোন ফ্লোরে কে থাকবে, কীভাবে সেজে উঠছে এই আটতলা বাংলো সেই খবর এবার সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল। সামনে এল সেই তথ্য।

বাড়ির অন্দরমহল নিয়ে প্রথম থেকেই দর্শকমনে কৌতুহলের পারদ ছিল তুঙ্গে। কোন ফ্লোরে কে থাকবে, কীভাবে সেজে উঠছে এই আটতলা বাংলো সেই খবর এবার সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল। সামনে এল সেই তথ্য।

3 / 5
তারপর থেকে খানিকটা স্বাভাবিক হচ্ছিল পরিবারের ছবি। এবার সামনে পরিবারের ছোট্ট সদস্যকে দেখে সকলের মুখেই ফিরে আসছে হারান হাসি। সকলেই ভাসছে আনন্দে।

তারপর থেকে খানিকটা স্বাভাবিক হচ্ছিল পরিবারের ছবি। এবার সামনে পরিবারের ছোট্ট সদস্যকে দেখে সকলের মুখেই ফিরে আসছে হারান হাসি। সকলেই ভাসছে আনন্দে।

4 / 5
রণবীর-আলিয়া- রণবীর কাপুর ও আলিয়া ভাটের বেডরুম সিক্রেট নিজেই ফাঁস করেছিলেন কাপুরসন। তাঁর কথায় আলিয়া এমনভাবে ঘুমোন যে একটা সময়ের পর বিছানার কোণে স্থান হয় রণবীর কাপুরের।

রণবীর-আলিয়া- রণবীর কাপুর ও আলিয়া ভাটের বেডরুম সিক্রেট নিজেই ফাঁস করেছিলেন কাপুরসন। তাঁর কথায় আলিয়া এমনভাবে ঘুমোন যে একটা সময়ের পর বিছানার কোণে স্থান হয় রণবীর কাপুরের।

5 / 5
একটি ফ্লোর রাখা হচ্ছে রিল্যাক্সেশনের জন্য। যেখানে তাঁরা একসঙ্গে সময় কাটাবেন, বানানো হবে সুইমিংপুল, সাজিয়ে তোলা হচ্ছে অন্য লুকে। এই প্ল্যানেই বাংলো এখন তৈরি।

একটি ফ্লোর রাখা হচ্ছে রিল্যাক্সেশনের জন্য। যেখানে তাঁরা একসঙ্গে সময় কাটাবেন, বানানো হবে সুইমিংপুল, সাজিয়ে তোলা হচ্ছে অন্য লুকে। এই প্ল্যানেই বাংলো এখন তৈরি।