Sudipa Chatterjee: শেষ হল সুদীপার ‘রান্নাঘর’, জানেন কত বছর আগে শুরু হয়েছিল এই ‘কুকিং শো’?
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Dec 17, 2022 | 10:50 PM
Sudipa Chatterjee: একটা দীর্ঘ জার্নি। সেই যাত্রাপথে হাজারও অভিজ্ঞতা। অবশেষে ইতি ঘটল এ সবেরই। শুক্রবার জি বাংলার 'রান্নাঘর'-এর শেষ পর্বের শুটিং হয়েছে সে খবর ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, বছরের পর বছর চলতে থাকা এই 'কুকিং শো' প্রথম শুরু হয়েছিল কবে?
1 / 6
একটা দীর্ঘ জার্নি। সেই যাত্রাপথে হাজারও অভিজ্ঞতা। অবশেষে ইতি ঘটল এ সবেরই। শুক্রবার জি বাংলার 'রান্নাঘর'-এর শেষ পর্বের শুটিং হয়েছে সে খবর ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, বছরের পর বছর চলতে থাকা এই 'কুকিং শো' প্রথম শুরু হয়েছিল কবে?
2 / 6
২০০৫ সালের মে মাসে প্রথম পথ চলা শুরু করে এই রান্নার শো'টি। প্রথম থেকেই এই শো-য়ে সঞ্চালিকার ভূমিকায় দেখা গিয়েছিল সুদীপা চট্টোপাধ্যায়কে। তাঁর মিষ্টি হাসি, নম্র স্বভাব বেশ ভাল লেগেছিল দর্শকের।
3 / 6
তারপর যদিও অনেক রদবদল হয়েছে। মাঝে এই শো-র দায়িত্ব ন্যস্ত হয়েছিল অপরাজিতা আঢ্যের উপরেও। যদিও সুদীপা আবার ফিরে এসেছিলেন। 'রান্নাঘর' কার্যত যেন সুদীপার শো হিসেবেই মেনে নিয়েছিলেন তামাম দর্শক।
4 / 6
সেই শো-য়েরই বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। টানা ১৭ বছর ধরে চলা, ৫০০০ পর্ব পার করা মুখের কথা নয়। তাই বিদায়বেলায় সকলেই আবেগঘন। আবেগঘন সুদীপা নিজেও।
5 / 6
এই শো-য়ের হাত ধরেই কার্যত পরিচিতি মেলে তাঁর। বিয়ে থেকে সংসার, সন্তান-- এ সবেরই যেন সাক্ষী ছিল তাঁর এই শো। কিন্তু মন খারাপকে সঙ্গী করেই তো নতুন কে জায়গা ছেড়ে দিতে হয়।
6 / 6
তাই-ই হচ্ছে। জি-বাংলায় আসছে নতুন রিয়ালিটি শো। আর দেখা যাবে না রান্নাঘর। হরেক রকমের রান্নার সঙ্গে পরিচয় ঘটার ঘটল ইতি। নতুন শো'টি রান্নাঘরের উন্মাদনার ট্র্যাডিশন কতটা বহন করতে পারে, এখন সেটাই দেখার।