Bangla NewsPhoto gallery Rashid Khan, Kieron Pollard and Dwayne Bravo enter Big Bash League draft
Big Bash League: এ বারের বিগ ব্যাশের ড্রাফ্টে পোলার্ড-রশিদ-ব্র্যাভোরা
আইপিএলের মতো এ বার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও (BBL) শুরু হচ্ছে ড্রাফ্ট সিস্টেম। চলতি বছরের ১৩ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের ১২তম সংস্করণ। এই টুর্নামেন্টে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে চলেছে প্লেয়ারদের ড্রাফ্ট। এ বারের ড্রাফ্টে রয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার কায়রন পোলার্ডদের নাম। এ বারের বিবিএল চলবে ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ অবধি।