Rashmika Mandana Controversy: বিজয় দেবেরাকোন্ডাকে চুমুর মাসুল, বিছানায় শুয়ে প্রতিদিন কেঁদে কাটিয়েছেন রশ্মিকা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jan 17, 2023 | 8:03 PM

Controversy: ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো থেকে ছবি। ঝড়ের গতিতে তা সমালোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছিল।

1 / 6
রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ এখন বেজায় গভীর। প্রথম থেকেই রশ্মিকাকে বেশ পছন্দ করেন বিজয়। একাধিকবার প্রকাশ্যে সে কথা জানিয়েছিলেন অভিনেতা।

রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ এখন বেজায় গভীর। প্রথম থেকেই রশ্মিকাকে বেশ পছন্দ করেন বিজয়। একাধিকবার প্রকাশ্যে সে কথা জানিয়েছিলেন অভিনেতা।

2 / 6
বলিউডে পা রাখার পর একাধিক সম্পর্ক যখন তাঁর জীবনে উঁকি দিয়েছিল, প্রকাশ্যে তখনও তিনি রশ্মিকার দিকেই ইঙ্গিত করেছিলেন তাঁর মনের মানুষ কে, সে প্রশ্নের উত্তরে। সম্প্রতি তাঁদের ছুটি কাটাতেও দেখা যায়।

বলিউডে পা রাখার পর একাধিক সম্পর্ক যখন তাঁর জীবনে উঁকি দিয়েছিল, প্রকাশ্যে তখনও তিনি রশ্মিকার দিকেই ইঙ্গিত করেছিলেন তাঁর মনের মানুষ কে, সে প্রশ্নের উত্তরে। সম্প্রতি তাঁদের ছুটি কাটাতেও দেখা যায়।

3 / 6
তবে এই বিজয় দেবেরাকোন্ডাকেই চুমুর জেরে রীতিমত নাজেহাল হতে হয়েছিল রশ্মিকাকে একটা সময়। ছবির নাম ডিয়ার কমরেড। এই ছবির একটা দৃশ্যেই দেখা গিয়েছিল রশ্মিকা ও বিজয়কে গভীর চুম্বনে।

তবে এই বিজয় দেবেরাকোন্ডাকেই চুমুর জেরে রীতিমত নাজেহাল হতে হয়েছিল রশ্মিকাকে একটা সময়। ছবির নাম ডিয়ার কমরেড। এই ছবির একটা দৃশ্যেই দেখা গিয়েছিল রশ্মিকা ও বিজয়কে গভীর চুম্বনে।

4 / 6
তারপর থেকেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো থেকে ছবি। ঝড়ের গতিতে তা সমালোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছিল। রশ্মিকা বরাবরই ভীষণ নরম মনের মানুষ। তিনি নিজেই জানান, লোকে কী বলে তা তাঁকে বেশ বিচলিত করে।

তারপর থেকেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো থেকে ছবি। ঝড়ের গতিতে তা সমালোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছিল। রশ্মিকা বরাবরই ভীষণ নরম মনের মানুষ। তিনি নিজেই জানান, লোকে কী বলে তা তাঁকে বেশ বিচলিত করে।

5 / 6
যার ফলে যে সময়টা তিনি অনেক বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন, সেই সময়টাতেই তাঁর ঘুম ভাঙত চোখে জল নিয়ে। রাতে শুতেও যেতেন কাঁদতে কাঁদতে।

যার ফলে যে সময়টা তিনি অনেক বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন, সেই সময়টাতেই তাঁর ঘুম ভাঙত চোখে জল নিয়ে। রাতে শুতেও যেতেন কাঁদতে কাঁদতে।

6 / 6
বারে বারে কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। সর্বত্রই চলছিল তাঁদের নিয়ে চর্চা। যদিও বর্তমানে সেই বিতর্কিত সম্পর্কই সত্যি হওয়ার পথে। বিজয়ের সঙ্গেই ডেটিং করছেন রশ্মিকা।

বারে বারে কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। সর্বত্রই চলছিল তাঁদের নিয়ে চর্চা। যদিও বর্তমানে সেই বিতর্কিত সম্পর্কই সত্যি হওয়ার পথে। বিজয়ের সঙ্গেই ডেটিং করছেন রশ্মিকা।

Next Photo Gallery