TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Jan 30, 2022 | 11:35 AM
রাশ্মিকা মান্দানার এই জরির কাজের লেহেঙ্গা নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছেন সকলেই।
এই ছবি রশ্মিকা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করার পর থেকেই ভাইরাল হয়ে গিয়েছে।
কুর্তা পাজামাতেও আলাদা করে নজর কেড়েছেন তিনি। কালো রঙটা সত্যিই দারুণ মানায় অভিনেত্রীকে।
শাড়ি ও ভাইব্রেন্ট ব্লাউজেও দারুণ আকর্ষণীয় চেহারায় ধরা দিয়েছেন রাশ্মিকা মান্দানা।
রাশ্মিকাকে যে কোনও পোশাকেই দারুণ দেখতে লাগে। কিন্তু শাড়িতে তাঁকে সবচেয়ে বেশি সুন্দর দেখায়।