IPL 2023: মধ্যমণি অরিজিৎ, সঙ্গী দুই সুন্দরী; নাচে-গানে পয়সা উসুল ওপেনিং সেরিমনি
IPL 2023 Opening Ceremony: চার বছর পর আইপিএলের মঞ্চে ফিরল ঝাঁ চকচকে উদ্বোধনী অনুষ্ঠান। দক্ষিণী সিনেমার দুই নায়িকা রশ্মিকা মান্ধানা ও তামান্না ভাটিয়া দারুণ পারফরম্যান্সে স্টেজে মাতিয়ে দিলেন। তবে মধ্যমণি অরিজিৎ সিং। একের পর এক হিট গানে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শকদের মাতিয়ে দিলেন তিনি।