Bangla NewsPhoto gallery Ravichandran Ashwin surpasses kapil Dev in international wicket during 3rd Test in Indore
Ravichandran Ashwin: অজিদের ভেলকি দেখিয়ে কপিল দেবের রেকর্ড ভাঙলেন অশ্বিন
দল ভালো পারফর্ম করুক বা খারাপ, রবিচন্দ্রন অশ্বিনের ধারাবাহিকতায় কোনও ফাঁক নেই। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অলরাউন্ড পারফরম্যান্সে ভারতের জয়ে অবদান রেখেছেন। ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে দু'শো রানের আগেই বেঁধে রাখতে বড় ভূমিকা নিলেন। এতে অনেকটা চাপমুক্ত হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।