Bangla NewsPhoto gallery Ravindra Jadeja bags massive Record in Test Cricket, he Joins Kapil Dev in Elite List
Ravindra Jadeja: ইন্দোরে জাডেজার জাদু, ভাগ বসালেন কপিল দেবের রেকর্ডে
Ravindra Jadeja's Record: ইন্দোরে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে আপাতত ২-০ এগিয়ে রয়েছে ভারত। ইন্দোর টেস্টের প্রথম দিন মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। টিম ইন্ডিয়ার ব্যাটিং ভরাডুবির দিন টিম টিম করে জ্বলতে থাকা দলকে ৪ উইকেট এনে দিয়েছেন রবীন্দ্র জাডেজা। রেকর্ড গড়ে তিনি ভারতের তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের এক রেকর্ডে ভাগ বসিয়েছেন। কী সেই রেকর্ড?