TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 13, 2022 | 4:15 PM
দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের (Allu Arjun) সিনেমা 'পুষ্পা' (Pushpa) নিয়ে রীতিমতো হইচই চলছে। পুষ্পা ইতিমধ্যেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। এ বার আল্লু অর্জুনের মতো হুবহু পুষ্পা লুকে ধরা দিলেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। মুখে জ্বলন্ত বিড়ি, আল্লুর মতোই গালভর্তি দাঁড়ি, আর জাড্ডুর চোখের চাহনিও এক্কেবারে আল্লুর মতো। নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন জাডেজা। তবে সেখানে তিনি ধূমপানের জন্য সতর্কও করেছেন। জাড্ডু ক্যাপশনে লিখেছেন, "এই ছবিটি শুধুমাত্র গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। সিগারেট, বিড়ি কিংবা অন্য কোনও তামাকজাত দ্রব্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়। এটা ক্যানসারের কারণে। তাই ধূমপান করা কখনই উচিত নয়।"
মুখে জ্বলন্ত বিড়ি, আল্লুর মতোই গালভর্তি দাঁড়ি, আর জাড্ডুর চোখের চাহনিও এক্কেবারে আল্লুর মতো। নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন জাডেজা।
3 / 4
পুষ্পা ইতিমধ্যেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।
4 / 4
জাডেজার পুষ্পাপ্রীতি এই প্রথম দেখা যায়নি। সিনেমাটি রিলিজ করার পর তিনি, আল্লুর একখানা সংলাপও ইন্সটা রিলে দিয়েছিলেন। যেখানে তাঁকে দেখা গিয়েছিল দাঁড়িতে হাত দিয়ে আল্লুর মতো করে সিনেমার সংলাপ বলছেন।