Champions League: লাইপজিগের কাছে হেরেও শীর্ষে থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ-১৬-তে ম্যাঞ্চেস্টার সিটি
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 08, 2021 | 12:41 PM
চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) 'গ্রুপ-এ'-র শেষ ম্যাচে লাইপজিগের (RB Leipzig) ঘরের মাঠে ২-১ গোলে হারল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। লাইপগিজের ঘরের মাঠে পিছিয়ে ছিল ম্যান সিটি। আন্দ্রে সিলভাকে বাজে ভাবে ফাউল করে ৮২ মিনিটে লাল কার্ড দেখেন কাইল ওয়াকার। যার ফলে ম্যাচের শেষের দিকে ১০ মিনিট ১০ জনে খেলেছে গুয়ার্দিওলার দল। তবে এই ম্যাচে হারলেও গ্রুপ টেবলের এক নম্বরে থেকেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ-১৬-তে পৌঁছলেন রিয়াদ মাহরেজরা।
Ad
1 / 4
ম্যাচের ২৪ মিনিটে লাইমেরের পাস থেকে লাইপজিগকে এগিয়ে দেন ডমিনিক সবোসলাই (Dominik Szoboszlai)।
2 / 4
দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে ফর্সবার্গের পাস থেকে স্কোরলাইন ২-০ করেন আন্দ্রে সিলভা (Andre Silva)।
3 / 4
৭৬ মিনিটে জিনচেনকোর (Zinchenko) পাস থেকে ম্যান সিটির হয়ে এক গোল শোধ করেন রিয়াদ মাহরেজ (Riyad Mahrez)।
4 / 4
লাইপজিগের আন্দ্রে সিলভাকে ফাউল করে ৮২ মিনিটে লাল কার্ড দেখেন কাইল ওয়াকার (Kyle Walker)।