Champions League: ইন্টার মিলানকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে শেষ-১৬-তে রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) 'গ্রুপ-ডি'-এর শীর্ষে থেকে শেষ-১৬-তে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবৌতে ইন্টার মিলানের (Inter Milan) বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন টনি ক্রুসরা। নিয়মরক্ষার ম্যাচেও ২-০ গোলে মিলানকে হারাল স্প্যানিশ জায়ান্টরা। গ্রুপ-ডি থেকে আগেই নকআউটের জায়গা নিশ্চিত হয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের। তবে এ দিনের ম্যাচে জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট হল রিয়াল মাদ্রিদের। এবং ইন্টার মিলানের পয়েন্ট ১০।