Champions League: ইন্টার মিলানকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে শেষ-১৬-তে রিয়াল মাদ্রিদ
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 08, 2021 | 1:06 PM
চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) 'গ্রুপ-ডি'-এর শীর্ষে থেকে শেষ-১৬-তে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবৌতে ইন্টার মিলানের (Inter Milan) বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন টনি ক্রুসরা। নিয়মরক্ষার ম্যাচেও ২-০ গোলে মিলানকে হারাল স্প্যানিশ জায়ান্টরা। গ্রুপ-ডি থেকে আগেই নকআউটের জায়গা নিশ্চিত হয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের। তবে এ দিনের ম্যাচে জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট হল রিয়াল মাদ্রিদের। এবং ইন্টার মিলানের পয়েন্ট ১০।
1 / 4

ম্যাচের ১৭ মিনিটের মাথায় রড্রিগোর (Rodrygo ) পাস থেকে রিয়ালকে এগিয়ে দেন টনি ক্রুস (Toni Kroos)।
2 / 4

ইন্টার মিলানের বিরুদ্ধে টনি ক্রুসের এ দিনের গোলটি রিয়াল মাদ্রিদের ইউরোপিয়ান কাপের এক হাজারতম গোল। রিয়ালই প্রথম ক্লাব যারা এই কীর্তি গড়ল।
3 / 4

ম্যাচের ৭৯ মিনিটে কার্ভাজালের (Carvajal) পাস থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্কো আসেনসিও (Marco Asensio)।
4 / 4

রিয়াল মাদ্রিদের এদের মিলিতাওকে (Eder Militao) পায়ে ঘুসি মেরে লাল কার্ড দেখেন নিকোলে বারেলা (Nicolo Barella)