Bangla NewsPhoto gallery Real Madrid beat Real Valladolid by 2 0 in La Liga match Karim Benzema scores two goal
La Liga: কাতার বিশ্বকাপে খেলতে পারেননি, জোড়া গোল করে ক্লাবে কামব্যাক বেঞ্জেমার
Karim Benzema: কাতার বিশ্বকাপ শুরু হওয়ার দিনই জানা গিয়েছিল, বাঁ পায়ের উরুর পেশীতে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্রান্সের অন্যতম সেরা স্ট্রাইকার করিম বেঞ্জেমা। এর পর ফাইনালের আগে গুজব শোনা গিয়েছিল আর্জেন্টিনার বিরুদ্ধে মহারণে মাঠে দেখা যেতে পারে বেঞ্জেমাকে। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। গত ১৯ ডিসেম্বর নিজের জন্মদিনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এ বারের ব্যালন ডি'অর জয়ী। বিশ্বকাপ পর্ব শেষ। ক্লাবের হয়ে মাঠে ফিরতেই জোড়া গোল করলেন রিয়াল মাদ্রিদের এই তারকা।