La Liga: বেঞ্জেমা-ভিনিসিয়াসের গোলে রিয়ালের বিজয়রথ অব্যাহত
লা লিগায় (La Liga) রবিরাতে সান্তিয়াগো বের্নাবৌতে সেভিয়ার (Sevilla) বিরুদ্ধে নেমেছিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। পিছিয়ে থেকেও সেই ম্যাচে ২-১ গোলে জিতেছেন লুকা মদ্রিচরা। লা লিগায় রিয়ালের দাপট জারি রয়েছে। সেভিয়ার বিরুদ্ধে রিয়ালের হয়ে দুই গোল করেছেন করিম বেঞ্জেমা ও ভিনিসিয়াস জুনিয়র। ১৪ ম্যাচের ১০টিতে জয় ৩টিতে ড্র ও ১টিতে হেরে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।