UEFA Champions League: অবিশ্বাস্য কামব্যাক করে ম্যান সিটিকে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ
ম্যাঞ্চেস্টার সিটিকে (Manchester City) হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। সেমিফাইনালের ফিরতি গেলে ৩-১ গোলে পেপ গুয়ার্দিওলার দলকে হারিয়েছে কার্লো আন্সেলোত্তিওর ছেলেরা। প্রথম পর্বের সাক্ষাতে ৪-৩ গোলে জিতেছিল ম্যান সিটি। কিন্তু তখনই হুংকার দিয়ে রেখেছিলেন বেঞ্জেমা, যে ঘরের মাঠে ফিরতি লেগে তাঁরাই জিতবেন। আর হলও তাই। নাটকীয় ম্যাচের শেষে বাজিমাত রিয়ালের। ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লিভারপুল।