
ইন্দোনেশিয়ায় একটি ফুটবল ম্যাচকে ঘিরে হতাশার ছবি। দু-দলের সমর্থকদের সংঘর্ষে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৭০'র বেশি ফুটবল অনুরাগীর। (ছবি : টুইটার)

ইন্দোনেশিয়ার কানজুরুহান স্টেডিয়ামের এই দুর্ঘটনায় ব্যথিত ফুটবল বিশ্ব। মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে রিয়াল মাদ্রিদ-ওয়াসুনা ম্যাচের আগে দু'দলের ফুটবলার এবং সমর্থকরা নীরবতা পালন করেন। (ছবি : টুইটার)

ম্যাচের কিক-অফ করেন স্পেনের প্রাক্তন ফুটবলার আমানসিও আমারো। ম্যাচটা হতাশার হয়ে থাকলো রিয়াল মাদ্রিদের কাছেও। (ছবি : টুইটার)

ওসাসুনার বিরুদ্ধে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বিরতির ৩ মিনিট আগে গোল করেন ভিনিসিয়াস। দ্বিতীয়ার্ধের শুরুতে ওসাসুনার হয়ে সমতা ফেরান কিকে গার্সিয়া। ৭৮ মিনিটে রেড কার্ড দেখে মাঠ ছাড়েন ডেভিড গার্সিয়া। ১০ জনে পরিণত হয় ওসাসুনা। (ছবি : টুইটার)

রিয়াল মাদ্রিদ অবশ্য সেই সুযোগ নিতে ব্যর্থ। পেনাল্টি থেকে গোলের সুযোগ ছিল করিম বেঞ্জেমার। তাঁর শট ক্রসবারে লাগে। ঘরের মাঠে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে। (ছবি : টুইটার)