যে 7 কারণে সস্তার Realme 10 4G থেকে আপনি চোখ ফেরাতে পারবেন না

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 11, 2023 | 7:15 AM

Reason To Buy Realme 10 4G: সম্প্রতি সস্তার একটি 4G হ্যান্ডসেট লঞ্চ করেছে Realme। 13,000 টাকার মধ্যে সেই Realme 10 4G কেন আপনার জন্য সেরা অপশন হতে পারে, জেনে নিন।

1 / 7
Realme ভারতে ফের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। সেই Realme 10 4G বাজেট হ্যান্ডসেট এই সেগমেন্টের প্রথম কোনও মডেল, যাতে 33W SUPERVOOC চার্জিং দেওয়া হয়েছে। এই বিশেষ চার্জিং প্রযুক্তি থাকার ফলে ফোনটি মাত্র 28 মিনিটের মধ্যেই 50% চার্জ হয়ে যাবে। পাশাপাশি ফোনটি 13,000 টাকা বাজেটের মধ্যে সবথেকে পাতলা। 7.95mm আলট্রা স্লিম এবং 178g লাইটওয়েট বডি রয়েছে এর।

Realme ভারতে ফের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। সেই Realme 10 4G বাজেট হ্যান্ডসেট এই সেগমেন্টের প্রথম কোনও মডেল, যাতে 33W SUPERVOOC চার্জিং দেওয়া হয়েছে। এই বিশেষ চার্জিং প্রযুক্তি থাকার ফলে ফোনটি মাত্র 28 মিনিটের মধ্যেই 50% চার্জ হয়ে যাবে। পাশাপাশি ফোনটি 13,000 টাকা বাজেটের মধ্যে সবথেকে পাতলা। 7.95mm আলট্রা স্লিম এবং 178g লাইটওয়েট বডি রয়েছে এর।

2 / 7
Realme 10 4G ফোনের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। তাদের মধ্য়ে 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 12,999 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 16,999 টাকা। ক্ল্যাশ হোয়াইট এবং রাশ ব্ল্যাক এই দুই রঙে পাওয়া যাবে রিয়েলমি-র লেটেস্ট বাজেট হ্যান্ডসেট।

Realme 10 4G ফোনের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। তাদের মধ্য়ে 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 12,999 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 16,999 টাকা। ক্ল্যাশ হোয়াইট এবং রাশ ব্ল্যাক এই দুই রঙে পাওয়া যাবে রিয়েলমি-র লেটেস্ট বাজেট হ্যান্ডসেট।

3 / 7
15 জানুয়ারি থেকে Flipkart-এ Realme 10 4G ক্রয় করতে পারবেন কাস্টমাররা। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অথোরাইজ় স্টোর থেকেও পাওয়া যাবে হ্যান্ডসেটটি। ICICI ব্যাঙ্কের কার্ড যাঁদের কাছে রয়েছে, তাঁরা EMI ট্রান্জ়াকশন করলে ফ্লিপকার্টে 1,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন।

15 জানুয়ারি থেকে Flipkart-এ Realme 10 4G ক্রয় করতে পারবেন কাস্টমাররা। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অথোরাইজ় স্টোর থেকেও পাওয়া যাবে হ্যান্ডসেটটি। ICICI ব্যাঙ্কের কার্ড যাঁদের কাছে রয়েছে, তাঁরা EMI ট্রান্জ়াকশন করলে ফ্লিপকার্টে 1,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন।

4 / 7
6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে Realme 10 4G ফোনটিতে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz এবং টাচ স্যাম্পলিং রেট 360 Hz। অডিওর জন্য ফোনটিতে UltraBoom স্পিকার্স রয়েছে, যা Hi-Res ডুয়াল সার্টিফিকেশন প্রাপ্ত।

6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে Realme 10 4G ফোনটিতে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz এবং টাচ স্যাম্পলিং রেট 360 Hz। অডিওর জন্য ফোনটিতে UltraBoom স্পিকার্স রয়েছে, যা Hi-Res ডুয়াল সার্টিফিকেশন প্রাপ্ত।

5 / 7
রিয়েলমি 10 4G ফোনের পিছনে দুটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে 50MP AI ক্যামেরা দেওয়া হয়েছে। সেকেন্ডারি হিসেবে রয়েছে একটি 2MP ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

রিয়েলমি 10 4G ফোনের পিছনে দুটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে 50MP AI ক্যামেরা দেওয়া হয়েছে। সেকেন্ডারি হিসেবে রয়েছে একটি 2MP ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

6 / 7
পারফরম্যান্সের জন্য Realme 10 4G ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর। সফটওয়্যার হিসেবে রয়েছে Android 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক Realme UI 3.0 কাস্টম স্কিন।

পারফরম্যান্সের জন্য Realme 10 4G ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর। সফটওয়্যার হিসেবে রয়েছে Android 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক Realme UI 3.0 কাস্টম স্কিন।

7 / 7
ব্যাটারির দিক থেকে Realme-র এই লেটেস্ট 4G হ্যান্ডসেটে রয়েছে শক্তিশালী 5,000mAh ব্যাটারি, যা 33W SuperVOOC সাপোর্ট করে। রিয়েলমি-র তরফ থেকে দাবি করা হয়েছে, একবার সম্পূর্ণ চার্জ দেওয়ার পর কথা বললে 30 ঘণ্টার ব্যাটারি লাইফ দিতে পারে ফোনটি। আর ফোনে কথা না বলে যদি শুধু গান শোনা হয়, তাহলে সেই টাইমিংই আবার বেড়ে 50 ঘণ্টা হয়ে যাবে।

ব্যাটারির দিক থেকে Realme-র এই লেটেস্ট 4G হ্যান্ডসেটে রয়েছে শক্তিশালী 5,000mAh ব্যাটারি, যা 33W SuperVOOC সাপোর্ট করে। রিয়েলমি-র তরফ থেকে দাবি করা হয়েছে, একবার সম্পূর্ণ চার্জ দেওয়ার পর কথা বললে 30 ঘণ্টার ব্যাটারি লাইফ দিতে পারে ফোনটি। আর ফোনে কথা না বলে যদি শুধু গান শোনা হয়, তাহলে সেই টাইমিংই আবার বেড়ে 50 ঘণ্টা হয়ে যাবে।

Next Photo Gallery