Relationship Tips: যৌন মিলনের সঠিক সময় কখন, শরীর ও মন চাঙ্গা রাখতে দিনের কোন সময় পার্টনারকে কাছে টেনে নেবেন
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Mar 14, 2022 | 2:32 PM
Relationship: দিনের যে কোনও সময়কেই কি পারফেক্ট সঙ্গমের সময় বলা যায়! সাধের সঙ্গে যদি এবার শরীরের ব্যালন্স রাখার বিষয়টাতে একটু নজর দেওয়া যায়, বিষয়টা খুব একটা মন্দ নয়।
1 / 7
দিনের যে কোনও সময়কেই কি পারফেক্ট সঙ্গমের সময় বলা যায়! সাধের সঙ্গে যদি এবার শরীরের ব্যালন্স রাখার বিষয়টাতে একটু নজর দেওয়া যায়, বিষয়টা খুব একটা মন্দ নয়।
2 / 7
পার্টনারের সঙ্গে ঘনিষ্ট হওয়াতে আপত্তি নেই, কিন্তু দিনের ঠিক কোন সময়টা যৌন মিলনের জন্য সঠিক, সেটা যদি জানা যায়!
3 / 7
সত্যিই কি যৌন মিলনের কোনও সঠিক সময় হয়, না কি সময় পেলে বা মন চাইলেই তা সহজ সাধ্য বিষয়! ডাক্তারি পরিভাষায়, সব কিছু একটা সময় থাকে, ঠিক যেমন এই তালিকাতে রাখা যেতেই পারে সঙ্গমকে।
4 / 7
ঠিক দুপুর ৩ টে নাগাদ বিশেষজ্ঞ বা সমীক্ষা অনুযায়ী সঙ্গমের সঠিক সময়। তবে এই সময়টিতে অনেকের পক্ষেই বিষয়টি মেনে নেওয়া সম্ভবপর নয়, কারণ এই সময়টি সকলেই ব্যস্ত থাকেন নিজের নিজের কাজে।
5 / 7
তবে উপায়, দ্বিতীয় সময়, যা সঙ্গমের জন্য পারফেক্ট হতে পারে, তা হল ঠিক সকাল সাড়ে সাতটা। সাত সকালের সঙ্গম থেকে মিলতে পারে একগুচ্ছ উপকার।
6 / 7
স্ট্রেস কমানো থেকে শুরু করে শরীরে রক্তচলাচলে ব্যালন্স বজায় রাখা, এমন কি মন ভালো রেখে একটা সুস্থ দিনের সূত্রপাতও ঘটানো যেতে পারে।
7 / 7
তবে অধিকাংশ ক্ষেত্রেই পছন্দের বা সুবিধের সময় হল রাত্রিবেলা, যা এক কথায় বলতে গেলে ডাক্তারের পরিভাষায় সঠিক সময় নয়। তাই শরীর ও মন সুস্থ রাখতে এবার ঘুম থেকে উঠে সকালটাই বেছে নেওয়া শ্রেয়।