TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Mar 13, 2022 | 2:10 PM
দিনে একটা নির্দিষ্ট সময় করে নিন, ঠিক সেই সময় ফোন করে খোঁজ নিন।
বছরের বিশেষ দিনগুলোতে দুজনেই ছুটি নিয়ে এক সঙ্গে সময় কাটান।
অযথা অবিশ্বাস বা প্রশ্ন করা নয়, কেমন আছে, স্বাস্থ্যের খবর ও পরিবারের খবর রাখুন।
প্রেমের সঙ্গে জড়িত বিশেষ দিনগুলো নিজেদের মত করে সেলিব্রেট করুন। ভিডিও কলে ডিনার বা অনলাইন উপহার পাঠিয়ে।
একে অন্যের পছন্দের খেয়াল রাখুন। এমন কিছুই করবেন না যাতে সম্পর্কে বিতৃষ্ণা তৈরি হয়।
মন খুলে কথা বলুন, ফোনে কথা বলতে বলতে জিম কিংবা ওয়ার্কআউট করুন, চাইলে ভিডিও কলে একসঙ্গে প্রত্যহ ডিনার করতেই পারেন।