399 টাকার Jio প্ল্যান, 75GB ডেটা, Amazon ও Netflix-এর FREE সাবস্ক্রিপশন
TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়
Jan 19, 2023 | 1:26 PM
Jio Postpaid Plans: রিলায়েন্স জিও-র কাছে এমন কিছু পোস্টপেড প্ল্যান রয়েছে, যেগুলি আপনি প্রিপেডের খরচে পেতে পারেন। সেই সব প্ল্যানের অফার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
1 / 7
Reliance Jio-র প্রিপেড রিচার্জ প্ল্যান নিয়ে প্রায়শই আলোচনা হয়। মুম্বইয়ের টেলিকম জায়ান্টটির ঝুলিতে রয়েছে গুচ্ছের প্ল্যান। 15 টাকা থেকে শুরু করে 2,999 টাকা ও তার বেশিই প্রিপেড প্যাক রয়েছে Jio-র কাছে। কিছু প্ল্যান আবার এমনও আছে, যেগুলিতে Netflix, Amazon-সহ একাধিক OTT অ্যাপের সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রিপশন অফার করা হয়।
2 / 7
তবে Reliance Jio-র পোস্টপেড প্ল্যান নিয়ে কখনও সেরকম আলোচনা হয় না। কারণ, পোস্টপেড মানেই অনেকের ধারণা মাসের শেষে লম্বা বিল ধরাবে টেলিকম সংস্থাগুলি। কিন্তু তা নয়। রিলায়েন্স জিও-র ঝুলিতেও এমন অনেক পোস্টপেড প্ল্যান রয়েছে, যেগুলি আপনি রিচার্জও করতে পারেন। সেগুলির খরচও এমন কিছু বেশি নয়। যে টাকায় আপনি জিও প্রিপেড প্যাক পেতে পারেন, সেই খরচেই পোস্টপেড প্ল্যানও রিচার্জ করতে পারেন।
3 / 7
Reliance Jio-র কাছে 399 টাকার একটি পোস্টপেড প্ল্যান রয়েছে। 399 টাকার এই Jio Postpaid প্ল্যানে আপনি আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন। প্ল্যানটির সবথেকে বড় সুবিধা হল এতে আপনি মোট 75GB ডেটা পেয়ে যাবেন।
4 / 7
75GB ডেটা, আনলিমিটেড কলিং ব্যতিরেকে Jio Rs 399 পোস্টপেড প্ল্যানে প্রতিদিন 100টি করে SMS পাঠাতে পারবেন। তবে প্ল্যানের আর একটি সুবিধা হল এর বিশাল OTT অফারিং। এই পোস্টপেড প্ল্যানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে Netflix, Amazon Prime সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
5 / 7
তার ঠিক পরেই রয়েছে Jio-র একটি ফ্যামিলি পোস্টপেড প্ল্যান। 599 টাকার সেই Jio প্ল্যানে একাধিক আকর্ষণীয় সুবিধা রয়েছে। প্ল্যানটিতে আপনি পেয়ে যাবেন 100GB ডেটা। ফ্যামিলি প্যাক হওয়ার জন্য এর সঙ্গে একটি অতিরিক্ত সিম কার্ডও পাবেন। আগের মতো এই প্ল্যানেও Netflix, Amazon-এর ফ্রি সাবস্ক্রিপশন অফার পেয়ে যাবেন।
6 / 7
আর একটি Jio Postpaid প্ল্যান রয়েছে। সেই প্ল্যানের খরচ 799 টাকা। এই প্ল্যানটির সঙ্গে দু'টি অতিরিক্ত সিম কার্ড দেওয়া হচ্ছে। Jio-র 799 টাকার পোস্টপেইড প্ল্যানে আপনি সব মিলিয়ে পেয়ে যাবেন 150GB ডেটা। সেই সঙ্গেই আবার থাকছে আনলিমিটেড কলিংয়ের অফারও।
7 / 7
Jio Rs 799 পোস্টপেইড প্ল্যানেও আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে Netflix, Amazon Prime সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এছাড়া এই প্ল্যানের আর একটি গুরুত্বপূর্ণ অফার হল 200GB ডেটা রোলওভার। এই প্ল্যান একটা পরিবারের জন্য সবথেকে সেরা হতে পারে। কারণ, প্ল্যানটির সুবিধা উপভোগ করতে পারেন আপনার পরিবারের সকল সদস্য।