TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
May 30, 2023 | 1:33 PM
বাস্তুশাস্ত্রের গুরুত্ব অনেক বলা হয়েছে। বাস্তুশাস্ত্রে হলুদের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। হলুদ তার ঔষধি গুণের সাথে স্বাস্থ্যের জন্য উপকারী ও যেকোনও ধর্মীয় কাজে এর ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
হলুদের অনেক প্রতিকার গ্রহণ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। বাস্তু সংক্রান্ত হলুদের কিছু বিশেষ প্রতিকার রয়েছে, তা জেনে নিন...
বাস্তু মতে, হলুদের সঠিক প্রতিকার করলে প্রচুর টাকা ফেরত পেতে পারেন।এজন্য হলুদের মধ্যে কিছু চালের দানা মিশিয়ে নিন।
এবার সেই রঙিন চাল একটি লাল কাপড়ে বেঁধে আপনার পার্সে রাখুন। এই প্রতিকার করলে নগদ বাড়বে তরতরিয়ে। শীঘ্রই আটকে থাকা টাকাও ফিরে আসবে।
বাড়ির প্রবেশদ্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এখানেই ঘরে ইতিবাচকতা আসে। তাই ঘর তৈরির সময় প্রধান দরজার দিক ও গঠনের দিকে বিশেষ নজর দেওয়া হয়।
ঘর থেকে দুঃখ ও দারিদ্রতা দূর করতে চাইলে মূল দরজায় হলুদ জল ছিটিয়ে দিন। এতে পরিবারে সুখ শান্তি বজায় থাকে। হলুদ জলে এক টাকার কয়েনও ছিটিয়ে দিতে পারেন।
বাস্তুশাস্ত্র অনুসারে, বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে হলুদ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই প্রতিকার মেনে চললে ঘর থেকে আর্থিক সংকট দূর হবে। ঘরে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে।
হলুদ জিনিস যেমন হলুদ কাপড়, বেসনের লাড্ডু, সুপারি ও বিশেষ করে হলুদ বৃহস্পতিবার দান করা উচিত। এতে করে আটকে থাকা কাজ শেষ হবে বলে মনে করা হয়।
যদি দাম্পত্য জীবনে কোনও বাধা থাকে, তাহলে প্রতিদিন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীকে এক চিমটে হলুদ নিবেদন করুন।
এই প্রতিকার মেনে চললে দাম্পত্য জীবনের সকল বাধা দূর হবে। তাই ভালো দাম্পত্য জীবনের জন্য হলুদের এই প্রতিকারটি অবশ্যই চেষ্টা করুন।