Priya Prakash Varrier: রাতারাতি বিখ্যাত হওয়া সেই প্রিয়া প্রকাশকে মনে আছে? এখন দেখলে চিনতে পারবেন না

Priya Prakash Varrier: প্রিয়াকে নিয়ে কম মাতামাতি হয়নি। এখন কী করেন প্রিয়া? কেমন দেখতে হয়েছে তাঁকে? তাঁর সাম্প্রতিক বোল্ড শুট দেখে নেটিজেনদের নিদান বদলে গেছেন প্রিয়া। আগের চেহারার সঙ্গে নাকি কোনওই মিল নেই।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 17, 2022 | 10:00 AM

1 / 6
চোখ মেরেছিলেন তিনি। ইংরেজিতে যাকে বলে 'উইঙ্ক'। ওই একটি ভিডিয়ো ভাইরাল হতেই রাতারাতি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে পড়েন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভ্যারিয়র। ইনস্টা রিল থেকে শুরু করে ফেসবুক স্টেটাস-- প্রিয়াকে নিয়ে কম মাতামাতি হয়নি। এখন কী করেন প্রিয়া? কেমন দেখতে হয়েছে তাঁকে? তাঁর সাম্প্রতিক বোল্ড শুট দেখে নেটিজেনদের নিদান বদলে গেছেন প্রিয়া। আগের চেহারার সঙ্গে নাকি কোনওই মিল নেই।

চোখ মেরেছিলেন তিনি। ইংরেজিতে যাকে বলে 'উইঙ্ক'। ওই একটি ভিডিয়ো ভাইরাল হতেই রাতারাতি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে পড়েন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভ্যারিয়র। ইনস্টা রিল থেকে শুরু করে ফেসবুক স্টেটাস-- প্রিয়াকে নিয়ে কম মাতামাতি হয়নি। এখন কী করেন প্রিয়া? কেমন দেখতে হয়েছে তাঁকে? তাঁর সাম্প্রতিক বোল্ড শুট দেখে নেটিজেনদের নিদান বদলে গেছেন প্রিয়া। আগের চেহারার সঙ্গে নাকি কোনওই মিল নেই।

2 / 6
এই মুহূর্তে প্রিয়ার বয়স ২২। তিনি কেরলের মেয়ে। কেরিয়ার শুরু করেছিলেন মালায়ালাম ছবি 'অরু আদার লাভ' দিয়ে। ওই ছবিরই দৃশ্যটি ব্যাপক ভাইরাল হয়। তখন ২০১৯ সাল। মাঝে তিন বছর কেটেছে।

এই মুহূর্তে প্রিয়ার বয়স ২২। তিনি কেরলের মেয়ে। কেরিয়ার শুরু করেছিলেন মালায়ালাম ছবি 'অরু আদার লাভ' দিয়ে। ওই ছবিরই দৃশ্যটি ব্যাপক ভাইরাল হয়। তখন ২০১৯ সাল। মাঝে তিন বছর কেটেছে।

3 / 6
২০২১ সালে তেলুগু ছবিতেও ডেবিউ করেন প্রিয়া। 'চেক' ও 'ইশক' নামক দুটি ছবিতে অভিনট করতে দেখা যায় তাঁকে। অভিনয় করেছেন কন্নড় ছবিতেও। হিন্দি ছবির কাজও তিনি শুরু করেছেন যা মুক্তি পাবে ২০২৩ সালে।

২০২১ সালে তেলুগু ছবিতেও ডেবিউ করেন প্রিয়া। 'চেক' ও 'ইশক' নামক দুটি ছবিতে অভিনট করতে দেখা যায় তাঁকে। অভিনয় করেছেন কন্নড় ছবিতেও। হিন্দি ছবির কাজও তিনি শুরু করেছেন যা মুক্তি পাবে ২০২৩ সালে।

4 / 6
ছবির নাম 'শ্রীদেবী বাংলো'। নামভূমিকায় রয়েছেন প্রিয়াই। আগের থেকে প্রিয়া এখন অনেক বেশি সাহসী। লাল রঙের এই প্লাঞ্জিং নেকলাইন পোশাকেই তাঁর ছবিগুলি এখন রীতিমতো ভাইরাল।

ছবির নাম 'শ্রীদেবী বাংলো'। নামভূমিকায় রয়েছেন প্রিয়াই। আগের থেকে প্রিয়া এখন অনেক বেশি সাহসী। লাল রঙের এই প্লাঞ্জিং নেকলাইন পোশাকেই তাঁর ছবিগুলি এখন রীতিমতো ভাইরাল।

5 / 6
যদিও অনেকেরই বক্তব্য মুখের সেই মিষ্টতা নাকি হারিয়ে গিয়েছে প্রিয়ার। অনেকে আবার সেই তত্ত্ব মানতে নারাজ।

যদিও অনেকেরই বক্তব্য মুখের সেই মিষ্টতা নাকি হারিয়ে গিয়েছে প্রিয়ার। অনেকে আবার সেই তত্ত্ব মানতে নারাজ।

6 / 6
তবে বলিউডে নিজের জায়গা পাকা করতে মরিয়া তিনি। শুধুমাত্র 'উইঙ্ক গার্ল' হয়েই বেঁচে থাকা নয়, অভিনয়ের জোরে নিজেকে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য প্রিয়ার।

তবে বলিউডে নিজের জায়গা পাকা করতে মরিয়া তিনি। শুধুমাত্র 'উইঙ্ক গার্ল' হয়েই বেঁচে থাকা নয়, অভিনয়ের জোরে নিজেকে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য প্রিয়ার।