Richa Chadha-Ali Fazal wedding: এই মাসেই ‘গুড্ডু ভাইয়া’র বিয়ে, রিচার সঙ্গে কোথায়-কীভাবে হবে সেলিব্রেশন?

Richa Chadha-Ali Fazal wedding: বিয়ে করতে চলেছেন 'মির্জাপুর' ওয়েব সিরিজের গুড্ডু ভাইয়া ওরফে আলি ফয়জল। দীর্ঘ প্রেমের সঙ্গে অবশেষে চিরবন্ধনে আবদ্ধ হতে চলেছেন প্রেমিকা রিচা চাড্ডার সঙ্গে।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 07, 2022 | 8:00 AM

1 / 5
বিয়ে করতে চলেছেন 'মির্জাপুর' ওয়েব সিরিজের গুড্ডু ভাইয়া ওরফে আলি ফয়জল। দীর্ঘ প্রেমের সঙ্গে অবশেষে চিরবন্ধনে আবদ্ধ হতে চলেছেন প্রেমিকা রিচা চাড্ডার সঙ্গে।

বিয়ে করতে চলেছেন 'মির্জাপুর' ওয়েব সিরিজের গুড্ডু ভাইয়া ওরফে আলি ফয়জল। দীর্ঘ প্রেমের সঙ্গে অবশেষে চিরবন্ধনে আবদ্ধ হতে চলেছেন প্রেমিকা রিচা চাড্ডার সঙ্গে।

2 / 5
কোথায় হবে বিয়ে? আসবেনই বা কারা? শোনা যাচ্ছে মুম্বই ও দিল্লি দু'জায়গাতেই নাকি আয়োজন হয়েছে বিয়ের। বেশ জাঁকজমকের সঙ্গেই বিয়ে করার ইচ্ছে রয়েছে তাঁদের।

কোথায় হবে বিয়ে? আসবেনই বা কারা? শোনা যাচ্ছে মুম্বই ও দিল্লি দু'জায়গাতেই নাকি আয়োজন হয়েছে বিয়ের। বেশ জাঁকজমকের সঙ্গেই বিয়ে করার ইচ্ছে রয়েছে তাঁদের।

3 / 5
বিয়ের দিন আপাতত ঠিক হয়েছে এই মাসের শেষের দিকেই, তবে সেলিব্রেশন চলবে অক্টোবর পর্যন্ত। প্রথমে দিল্লি ও এরপর মুম্বইয়ে হবে সেলিব্রেশন।

বিয়ের দিন আপাতত ঠিক হয়েছে এই মাসের শেষের দিকেই, তবে সেলিব্রেশন চলবে অক্টোবর পর্যন্ত। প্রথমে দিল্লি ও এরপর মুম্বইয়ে হবে সেলিব্রেশন।

4 / 5
বলিউডে ওই দম্পতির ঘনিষ্ঠদেরও আমন্ত্রণ জানান হবে বলে শোনা যাচ্ছে। আমন্ত্রিত তালিকায় কারা থাকবেন, এখন সে দিকেই সকলের নজর।

বলিউডে ওই দম্পতির ঘনিষ্ঠদেরও আমন্ত্রণ জানান হবে বলে শোনা যাচ্ছে। আমন্ত্রিত তালিকায় কারা থাকবেন, এখন সে দিকেই সকলের নজর।

5 / 5
দীর্ঘ দিনের প্রেম তাঁদের। 'ফুকরে' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। বিয়ে করেই যদিও দুজনকেই ব্যস্ত হয়ে পড়তে হবে কাজে। আলির হাতে রয়েছে মির্জাপুরের তৃতীয় সিজনের কাজ। অন্যদিকে রিচাকে দেখা যাবে সঞ্জয় লীলা ভন্সালীর হিরামান্ডিতে।

দীর্ঘ দিনের প্রেম তাঁদের। 'ফুকরে' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। বিয়ে করেই যদিও দুজনকেই ব্যস্ত হয়ে পড়তে হবে কাজে। আলির হাতে রয়েছে মির্জাপুরের তৃতীয় সিজনের কাজ। অন্যদিকে রিচাকে দেখা যাবে সঞ্জয় লীলা ভন্সালীর হিরামান্ডিতে।