TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 04, 2022 | 6:00 AM
শ্রেয়া ঘোষাল- বর্তমানে শ্রেয়া ঘোষাল ভারতের বুকে সব থেকে দামী গায়িকা। একটি গান পিছু তিনি পারিশ্রমিক নিয়ে থাকেন ৩০ লাখ টাকা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৮৫ কোটি টাকা।
হানি সিং- বর্তমানে হানি সিং-এর চাহিদাও তুঙ্গে। হানি সিং প্রথম থেকেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি গানপিছু নিয়ে থাকেন ৩০ লাখ টাকা। মোট সম্পত্তির পরিমাণ ১৮০ কোটি।
মিকা সিং- বিতর্কিত স্টার হলেও গানের দুনিয়ায় তাঁর চাহিদা তুঙ্গে। তিনি বর্তমানে একটি গান গাইতে নিয়ে থাকেন ২৫ লাখ টাকা। মোট সম্পত্তির পরিমাণ ৯৫ কোটি।
সুনিধি চোহন- ১৫ লাখ টাকা তিনি গান পিছু নিয়ে থাকেন। মোট সম্পত্তির পরিমাণ ৬৫ কোটি টাকা। এখনও পর্যন্ত তাঁর চাহিদা সিনে দুনিয়ায় তুঙ্গে।
সোনু নিগম- একটি গান করতে সোনু নিগম নিয়ে থাকেন ১৫ কোটি টাকা। ৬০ কোটি টাকা এখনও পর্যন্ত তাঁর মোট সঞ্চয়ের পরিমাণ। বলিউডে বহুহিট গান উপহার দিয়েছেন তিনি।