Rico Lewis: থাই বক্সিং থেকে ৯০ মিনিটের লড়াইের ময়দানে ম্যান সিটির এই তরুণ তুর্কি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 22, 2023 | 8:30 AM

Manchester City: ছেলেবেলায় থাই বক্সিং (Thai Boxing) করতে ভালোবাসতেন রিকো লুইস। সেই রিকো এখন ম্যাঞ্চেস্টার সিটির হয়ে খেলেন।

1 / 8
পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল ম্যাঞ্চেস্টার সিটির (Manchester Cit) ১৮ বছরের সেনসেশন রিকো লুইসকে (Rico Lewis) চেনেন? ফুটবলে হাতেখড়ি হওয়ার আগে এই রিকো লুইস বক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। (ছবি-রিকো লুইস ইন্সটাগ্রাম)

পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল ম্যাঞ্চেস্টার সিটির (Manchester Cit) ১৮ বছরের সেনসেশন রিকো লুইসকে (Rico Lewis) চেনেন? ফুটবলে হাতেখড়ি হওয়ার আগে এই রিকো লুইস বক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। (ছবি-রিকো লুইস ইন্সটাগ্রাম)

2 / 8
মাত্র ৪ বছর বয়স থেকে থাই বক্সিং (Thai Boxing) করতেন রিকো লুইস। তাঁর বাবা রিক লুইস দু'বারের ব্রিটিশ লাইটওয়েট চ্যাম্পিয়ন ছিলেন। যে কারণে তাঁর রক্তেই বইছে বক্সিংয়ের একটা আলাদা টান। (ছবি-ইন্সটাগ্রাম)

মাত্র ৪ বছর বয়স থেকে থাই বক্সিং (Thai Boxing) করতেন রিকো লুইস। তাঁর বাবা রিক লুইস দু'বারের ব্রিটিশ লাইটওয়েট চ্যাম্পিয়ন ছিলেন। যে কারণে তাঁর রক্তেই বইছে বক্সিংয়ের একটা আলাদা টান। (ছবি-ইন্সটাগ্রাম)

3 / 8
পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল ম্যাঞ্চেস্টার সিটির (Manchester Cit) ১৮ বছরের সেনসেশন রিকো লুইসকে (Rico Lewis) চেনেন? ফুটবলে হাতেখড়ি হওয়ার আগে এই রিকো লুইস বক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। (ছবি-রিকো লুইস ইন্সটাগ্রাম)

পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল ম্যাঞ্চেস্টার সিটির (Manchester Cit) ১৮ বছরের সেনসেশন রিকো লুইসকে (Rico Lewis) চেনেন? ফুটবলে হাতেখড়ি হওয়ার আগে এই রিকো লুইস বক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। (ছবি-রিকো লুইস ইন্সটাগ্রাম)

4 / 8
ফুটবল দুনিয়ায় প্রবেশ করার আগে মুয়াই থাই (Muay Thai)- এ পারদর্শী ছিলেন রিকো লুইস। তিনি এই নিয়ে জানান, থাই বক্সিং ফুটবলেও তাঁকে উন্নতি করতে সাহায্য করেছে। (ছবি-রিকো লুইস ইন্সটাগ্রাম)

ফুটবল দুনিয়ায় প্রবেশ করার আগে মুয়াই থাই (Muay Thai)- এ পারদর্শী ছিলেন রিকো লুইস। তিনি এই নিয়ে জানান, থাই বক্সিং ফুটবলেও তাঁকে উন্নতি করতে সাহায্য করেছে। (ছবি-রিকো লুইস ইন্সটাগ্রাম)

5 / 8
রিকোর বাবা, রিক লুইসের উত্তর ম্যাঞ্চেস্টারে একটি জিমের মালিক। যেখানে রিকো ছেলেবেলা থেকে থাই বক্সিংয়ের অনুশীলন করতেন। সেখান থেই তিনি নিজেকে আরও শক্তিশালী করে তোলেন। (ছবি-ইন্সটাগ্রাম)

রিকোর বাবা, রিক লুইসের উত্তর ম্যাঞ্চেস্টারে একটি জিমের মালিক। যেখানে রিকো ছেলেবেলা থেকে থাই বক্সিংয়ের অনুশীলন করতেন। সেখান থেই তিনি নিজেকে আরও শক্তিশালী করে তোলেন। (ছবি-ইন্সটাগ্রাম)

6 / 8
২০১৩ সাল থেকে ২০২২ সাল অবধি রিকো লুইস ম্যাঞ্চেস্টার সিটির যুব দলের হয়ে খেলেছেন। (ছবি-রিকো লুইস ইন্সটাগ্রাম)

২০১৩ সাল থেকে ২০২২ সাল অবধি রিকো লুইস ম্যাঞ্চেস্টার সিটির যুব দলের হয়ে খেলেছেন। (ছবি-রিকো লুইস ইন্সটাগ্রাম)

7 / 8
ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন রিকো লুইস। এই তিন পর্যায়ে যথাক্রমে ৪টি, ৭টি ও ৩টি ম্যাচে খেলেছিলেন রিকো। (ছবি-রিকো লুইস ইন্সটাগ্রাম)

ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন রিকো লুইস। এই তিন পর্যায়ে যথাক্রমে ৪টি, ৭টি ও ৩টি ম্যাচে খেলেছিলেন রিকো। (ছবি-রিকো লুইস ইন্সটাগ্রাম)

8 / 8
২০২২ সালে রিকোর ম্যাঞ্চেস্টার সিটির জাতীয় দলে অভিষেক হয়। এখনও ম্যান সিটির হয়ে অবধি ৭টি ম্যাচ খেলেছেন রিকো। তবে গোলদর্শন হয়নি তাঁর। (ছবি-রিকো লুইস ইন্সটাগ্রাম)

২০২২ সালে রিকোর ম্যাঞ্চেস্টার সিটির জাতীয় দলে অভিষেক হয়। এখনও ম্যান সিটির হয়ে অবধি ৭টি ম্যাচ খেলেছেন রিকো। তবে গোলদর্শন হয়নি তাঁর। (ছবি-রিকো লুইস ইন্সটাগ্রাম)

Next Photo Gallery