Rishabh Pant: দুই দেবদূত’কে ধন্যবাদ জানালেন ঋষভ পন্থ
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 17, 2023 | 8:01 PM
নতুন বছরটা ভালো যাচ্ছে না ঋষভ পন্থের। ২০২২ সালের শেষে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতের এই তারকা ক্রিকেটার। আপাতত হাসপাতালের বিছনায় শুয়েই দিন কাটছে তাঁর। শারীরিক পরিস্থিতির জন্য এই বছরটা মাঠের বাইরেই কাটাতে হবে তাঁকে।
1 / 8
নতুন বছরে মাকে সারপ্রাইজ দিতে যাওয়ার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। ছবি: টুইটার
2 / 8
বর্তমানে মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসাধীন ঋষভ। দুর্ঘটনার ১৭ দিন পর সক্রিয় হয়েছে পন্থের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। ছবি: টুইটার
3 / 8
নিজের হেল্থ আপডেট দেওয়ার সঙ্গে সরকার ও বিসিসিআইকে বিপদের দিনে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন পন্থ। ছবি: টুইটার
4 / 8
সেই সঙ্গেই ঋষভ ধন্যবাদ জানাতে ভোলেননি সেই দু'জন মানুষকে যাঁরা সেদিন না থাকলে হয়তো ফেরা হত না পন্থের। ছবি: টুইটার
5 / 8
দুর্ঘটনার স্থান থেকে পন্থকে ৩০ ডিসেম্বর ভোর বেলা উদ্ধার করেছিলেন রজত কুমার ও নিশু কুমার নামে দুই ব্যক্তি। ছবি: টুইটার
6 / 8
হাসপাতালে ঋষভের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁরা। সেই সাক্ষাতের একটি ছবি এখন টুইট করেছেন তিনি। ছবি: টুইটার
7 / 8
তাঁদের কাছে চিরকাল ঋণী থাকবেন পন্থ। তাই তাঁদের কৃতজ্ঞতা জানিয়ে সেই কথাই লেখেন পন্থ। তিনি টুইট বার্তায় লেখেন, "আমি হয়তো সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে পারিনি, কিন্তু আমার অবশ্যই এই দুই নায়কের কথা উল্লেখ করা দরকার। যারা আমার দুর্ঘটনার সময় আমাকে সাহায্য করেছিল এবং ওরাই আমাকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দিয়েছিল। রজত কুমার ও নিশু কুমার, ধন্যবাদ। তোমাদের কাছে আমি চির কৃতজ্ঞ এবং ঋণী থাকব।" ছবি: টুইটার
8 / 8
এই বছরটা শারীরিক পরিস্থিতির জন্য মাঠের বাইরেই কাটাতে হবে পন্থকে। তবে তিনি জানিয়েছেন, সব রকম লড়াইয়ের জন্য প্রস্তুত তরুণ উইকেটকিপার ব্যাটার। ছবি: টুইটার