Rishabh Pant: গ্ল্যামারে পন্থের গার্লফ্রেন্ডকেও টেক্কা দিচ্ছেন দিদি সাক্ষী
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jul 12, 2022 | 8:45 AM
Sakshi Pant: ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে সকলেই চেনেন। কিন্তু তাঁর দিদিকে ক'জন চেনেন? পন্থের বান্ধবী ঈশা নেগি সুন্দরী তো বটেনই, কিন্তু পন্থের দিদি সাক্ষীও গ্ল্যামারের দিক থেকে কোনও অংশে কম যান না। পন্থের থেকে বছর দু'য়েকের বড় তাঁর দিদি। তবে গ্ল্যামার একেবারে উপচে পড়ছে। বর্তমানে তাঁর ভাই ব্যস্ত ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে। আর তিনি লন্ডনে মায়ের সঙ্গে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন।
1 / 6
ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে সকলেই চেনেন। কিন্তু তাঁর দিদিকে ক'জন চেনেন? পন্থের বান্ধবী ঈশা নেগি সুন্দরী তো বটেনই, কিন্তু পন্থের দিদি সাক্ষী পন্থও (Sakshi Pant) গ্ল্যামারের দিক থেকে কোনও অংশে কম যান না। পন্থের থেকে বছর দু'য়েকের বড় তাঁর দিদি। তবে গ্ল্যামার একেবারে উপচে পড়ছে। বর্তমানে তাঁর ভাই ব্যস্ত ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে। আর তিনি লন্ডনে মায়ের সঙ্গে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন। (ছবি-সাক্ষী পন্থ ইন্সটাগ্রাম)
2 / 6
দেরাদুনের দুন কলেজে পড়াশুনা করেছেন ঋষভের দিদি সাক্ষী। এবং বর্তমানে লন্ডনে পড়াশুনা করছেন ঋষভ পন্থের দিদি। (ছবি-সাক্ষী পন্থ ইন্সটাগ্রাম)
3 / 6
ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে বর্তমানে ব্যস্ত সাক্ষী পন্থের এক মাত্র ভাই ঋষভ পন্থ। আজ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ। লন্ডনেই রয়েছেন সাক্ষী ও তাঁর মা। (ছবি-সাক্ষী পন্থ ইন্সটাগ্রাম)
4 / 6
লন্ডন আইয়ের সামনে পন্থের দিদিকে দেখা গিয়েছে তাঁর মা সরোজ রাজেন্দ্র পন্থের সঙ্গে সময় কাটাতে। দু'জনের মিষ্টি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন পন্থের মা। (ছবি-সরোজ রাজেন্দ্র পন্থ ইন্সটাগ্রাম)
5 / 6
নেটদুনিয়ায় মাঝে মধ্যেই সুন্দর সুন্দর ছবি শেয়ার করে থাকেন সাক্ষী। পন্থের দিদির গ্ল্যামারের ছটায় মুগ্ধ তাঁর ফ্যানেরা। (ছবি-সাক্ষী পন্থ ইন্সটাগ্রাম)
6 / 6
সোশ্যাল মিডিয়ায় পন্থের দিদি সাক্ষীর ফলোয়ার সংখ্যা নেহাত কম নয়। নয় নয় করে ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার হল ১০ লক্ষ ৩ হাজার। (ছবি-সাক্ষী পন্থ ইন্সটাগ্রাম)