ঋতাভরী এখন আমেরিকার উইসকনসিন রাজ্যে রয়েছেন।
দেখেই বোঝা যাচ্ছে ঋতাভরী বেশ আনন্দে অবকাশ যাপনে আছেন।
দুষ্টুমিতে অবসর সময়কে উপভোগ করছেন তিনি।
পা দিয়ে জলকেলিতে ব্যস্ত ঋতাভরী।
স্বচ্ছ জলে পা ভেজাচ্ছেন ঋতাভরী।
হাসি-খুশি ঋতাভরী। ভক্তদের জন্য ঋতাভরী এ ছবি পোস্ট করেছেন। মুহূর্তেই ভক্তরা তা লুফে নিয়ে নিয়েছেন।