Ritabhari Chakraborty Fashion: কখনও মনখোলা হাসি, কখনও জলকেলি, আমেরিকায় গিয়ে নজর কাড়লেন ঋতাভরী…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Jan 05, 2022 | 2:25 PM

বিদেশে গিয়ে ঋতাভরী জলকেলিতে মেতেছেন। আনন্দ করছেন প্রাণভরে। তাঁর সেই মুহূর্তের কিছু ছবি ফেসবুকে প্রকাশও করেছেন...

1 / 6
ঋতাভরী এখন আমেরিকার উইসকনসিন রাজ্যে রয়েছেন।

ঋতাভরী এখন আমেরিকার উইসকনসিন রাজ্যে রয়েছেন।

2 / 6
দেখেই বোঝা যাচ্ছে ঋতাভরী বেশ আনন্দে অবকাশ যাপনে আছেন।

দেখেই বোঝা যাচ্ছে ঋতাভরী বেশ আনন্দে অবকাশ যাপনে আছেন।

3 / 6
দুষ্টুমিতে অবসর সময়কে উপভোগ করছেন তিনি।

দুষ্টুমিতে অবসর সময়কে উপভোগ করছেন তিনি।

4 / 6
পা দিয়ে জলকেলিতে ব্যস্ত ঋতাভরী।

পা দিয়ে জলকেলিতে ব্যস্ত ঋতাভরী।

5 / 6
স্বচ্ছ জলে পা ভেজাচ্ছেন ঋতাভরী।

স্বচ্ছ জলে পা ভেজাচ্ছেন ঋতাভরী।

6 / 6
হাসি-খুশি ঋতাভরী। ভক্তদের জন্য ঋতাভরী এ ছবি পোস্ট করেছেন। মুহূর্তেই ভক্তরা তা লুফে নিয়ে নিয়েছেন।

হাসি-খুশি ঋতাভরী। ভক্তদের জন্য ঋতাভরী এ ছবি পোস্ট করেছেন। মুহূর্তেই ভক্তরা তা লুফে নিয়ে নিয়েছেন।

Next Photo Gallery