
মায়ের জন্মদিনে আবেগপ্রবণ পোস্ট ঋতাভরীর।

তাঁর মা শতরূপা সান্যাল একজন পরিচালক।

কেবল পরিচালকই নন, তিনি একজন লেখক, কবি, পশু চিকিৎসক, কম্পোজ়ার ও সমাজ সেবক।

মাকে নিয়ে খুব গর্ব ঋতাভরীর।

বলেছেন, শতরূপা কেবল তাঁরই মা নন। তিনি অসহায় পশুপাখিদেরও মা।

মায়ের মতো হতে চান ঋতাভরী। মায়ের জন্মদিনে এইছবিগুলি পোস্ট করেছেন অভিনেত্রী।