Ritabhari-Shatarupa: “তোমার মতো হতে চাই মা”, মায়ের জন্মদিনে আবেগঘন পোস্ট ঋতাভরীর
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Nov 12, 2021 | 10:28 PM
শুক্রবার পরিচালক শতরূপা সান্যালের জন্মদিন। বিভিন্ন সময়ে মায়ের সঙ্গে নানা মুহূর্তের ছবি পোস্ট করেছেন তাঁর কন্যা অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
1 / 6

মায়ের জন্মদিনে আবেগপ্রবণ পোস্ট ঋতাভরীর।
2 / 6

তাঁর মা শতরূপা সান্যাল একজন পরিচালক।
3 / 6

কেবল পরিচালকই নন, তিনি একজন লেখক, কবি, পশু চিকিৎসক, কম্পোজ়ার ও সমাজ সেবক।
4 / 6

মাকে নিয়ে খুব গর্ব ঋতাভরীর।
5 / 6

বলেছেন, শতরূপা কেবল তাঁরই মা নন। তিনি অসহায় পশুপাখিদেরও মা।
6 / 6

মায়ের মতো হতে চান ঋতাভরী। মায়ের জন্মদিনে এইছবিগুলি পোস্ট করেছেন অভিনেত্রী।