‘গানের ওপারে’ এবং ‘ওগো বধূ সুন্দরী’। বাংলা টেলিভিশনের ইতিহাসে অন্যতম জনপ্রিয় দুটি ধারাবাহিক। দুই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী এবং ঋতাভরী চক্রবর্তী। ১০ বছর পেরিয়েও তাঁদের বন্ধুত্ব অটুট।
আগামিকাল মুক্তি পাচ্ছে মিমির ছবি ‘বাজি’ এবং ঋতাভরীর ‘এফআইআর’। সেই উপলক্ষ্যে পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ডাউন মেমরি লেনে হাঁটলেন ঋতাভরী।
ঋতাভরীর কাছে এই জার্নি রোলার কোস্টারের মতো। মিমির জন্য তো বটেই। নিজের জন্যও গর্বিত তিনি। কঠিন পরিশ্রমই তাঁদের এই উচ্চতায় পৌঁছে দিয়েছে বলে মনে করেন ঋতাভরী।
ঋতাভরীর এই পোস্টে সাড়া দিয়েছেন মিমিও। কমেন্ট বক্সে তিনি লিখেছেন, “তুমি আজ যা হয়েছে, আমি তার জন্য তোমার প্রশংসা করি। কঠিন পরিশ্রম এবং সততা কখনও তোমাকে হারতে দেবে না। তোমার ভালবাসা এবং শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। খুব কমজনই একজন মহিলার প্রশংসা করেন...।”
মিমি এখন শুধুমাত্র অভিনেত্রী নন। গত কয়েকবছর ধরে শুরু করে দিয়েছেন রাজনৈতিক কেরিয়ারও। তিনি মাননীয় সাংসদও বটে। পাশাপাশি চলছে অভিনয়।
অন্যদিকে অভিনয়ের পাশাপাশি সমানতালে সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেকে ব্যস্ত রেখেছেন ঋতাভরী। খুব তাড়াতাড়ি ব্যক্তি জীবনেও তিনি নতুন ইনিংস শুরু করবেন বলে খবর। অর্থাৎ বিয়ে করতে চলেছেন অভিনেত্রী।
আগামিকাল দুই অভিনেত্রীকেই নতুন ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। ঋতাভরী এবং মিমির বন্ধুত্ব এ ভাবেই অটুট থাকুক, তেমনই আশা সকলের।