
হিমাচল প্রদেশে শুটিংয়ে ব্যস্ত ঋতুপর্ণা সেনগুপ্ত।

দিন দশেক আগে তিনি হিমাচল প্রদেশ পৌঁছেছেন। সেখানে তিনি ব্যস্ত পরিচালক তথাগত ভট্টাচার্যর 'আক্ষরিক' ছবির শুটিংয়ে। ছবিতে রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়ও।

লকডাউনে দীর্ঘদিন সিঙ্গাপুরে নিজের পরিবারের কাছে ছিলেন ঋতুপর্ণা। এদেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন ছবির কাজে। নিজের পুরনো টিমের কাছে ফিরতে পেরে তিনি ভীষণ খুশি। প্রত্যেকের সঙ্গে ছবি তুলেছেন অভিনেত্রী।

ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "আমার পুরনো টিমের সঙ্গে অনেকদিন পর দেখা হচ্ছে। আমার প্রিয় মেকআপ আর্টিস্ট আজাদ, শ্রাবণী ও অন্যান্যরা।"

শহরে ফিরে রঞ্জন ঘোষের 'মহিষাসুরমর্দিনী'র ডাবিং করবেন ঋতুপর্ণা।

'আক্ষরিক' ছবিটিতে সিঙ্গল মায়ের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা। সে একজন লেখিকা। চিত্রনাট্যও লেখে সে। সংসার করতে পারেনি সে। একমাত্র পুত্রকে বড় করে তোলাই তাঁর সবচেয়ে বড় লড়াই।

'লাঠি' ছবির পর ফের তিনি কাজ করবেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।